লামা প্রতিনিধি |
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উদযাপন উপলক্ষে বান্দরবান জেলার লামা উপজেলায় মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এক মতবিনিময় সভা সোমবার সকালে অনুষ্ঠিত হয়েছ। 'নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ ' -এ শ্লোগানকে প্রতিপাদ্য করে মৎস্য দপ্তরে অনুষ্ঠিত সভায় কর্মসূচীর বিস্তারিত তুলে ধরেন উপ-সহকারী মৎস্য কর্মকর্তা আব্দুল গফুর। এতে উপজেলার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রতিনিধিগন অংশ গ্রহণ করেন।
মতবিনিময়কালে উপ-সহকারী মৎস্য কর্মকর্তা আব্দুল গফুর বলেন, মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে ২৪ জুলাই প্রথম দিন প্রচার-প্রচারণা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। ২৫ জুলাই দ্বিতীয় দিন ব্যানার ফেস্টুন সহযোগে সড়ক র্যালি, উপজেলা পরিষদ সভাকক্ষে উদ্ভোধনী অনুষ্ঠান ও আলোচনা, স্থানীয় পর্য়ায়ে সকল ম্ৎস্য চাষি, ব্যক্তি, উদ্যোক্তা ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান, পোনা অবমুক্ত করণ সহ মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি বিষয়ে প্রমাণ্যচিত্র প্রদর্শন করা হবে। ২৬ জুলাই তৃতীয় দিন সরই উচ্চ বিদ্যালয়ে প্রান্তিক পর্য়ায়ে মৎস্যচাষী ও মৎস্য জীবিদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হবে। ২৭ জুলাই চতুর্থ দিন উপজেলার গজালিয়া ইউনিয়নের এগনোটিস এগ্রো ফার্ম সহ গুরুত্বপূর্ণ এলাকায় মৎস্য চাষীদের মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান ও পুকুরের পানির ভৌত-রাসায়নিক পরীক্ষা করা হবে। ২৮ জুলাই পঞ্চম দিন উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা বাজারস্থ মা মৎস্য হ্যাচারিসহ গুরুত্বপূর্ণ এলাকায় মৎস্য চাষীদের মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান ও পুকুরের পানির ভৌত-রাসায়নিক পরীক্ষা সহ সরই উচ্চ বিদ্যালয়ে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি বিষয়ে প্রদর্শন করা হবে প্রমাণ্যচিত্র। ২৯ জুলাই ষষ্ঠদিন উপজেলা মৎস্য দপ্তরে বিকল্প কর্মসংস্থানের আওতায় উপকরণ বিতরণ করা হবে। ৩০ জুলাই সপ্তম দিন উপজেলা মৎস্য দপ্তরে জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠিত হবে।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত