লামা প্রতিনিধি |
‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ -এ শ্লোগানকে প্রতিপাদ্য করে সারা দেশের মত বান্দরবান জেলার লামা উপজেলায়ও জাতীয় যুব দিবস’২৪ পালন করা হয়েছে। শুক্রবার সকালে এ উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ কে এম সহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী। সভায় বক্তব্য রাখেন- উপজেলা সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলম। এতে প্রশিক্ষিত যুবক যুবতী, যুব সংগঠনের প্রতিনিধিবৃন্দ, প্রকল্প গ্রহণকারী ও সফল উদ্যক্তাবৃন্দ ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের ইমপ্যাক্ট প্রকল্পের বায়োগ্যাস প্ল্যান্ট করার জন্য একজনকে ৫৫ হাজার টাকার ঋণের চেক ও ইউএ ইউথ অর্গানাইজেশন নামের সংগঠনের নিবন্ধন সনদপত্র বিতরণ করেন প্রধান অতিথি নির্বাহী অফিষার মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী।