মো. নুরুল করিম আরমান।
বান্দরবান জেলার লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা জীনামেজু রাজামুণি বুদ্ধ পূজা'২৬ (৭ম) বার্ষিক বুদ্ধ পূজা, ধাতু পূজা, মহা সংঘদান উপলক্ষ্যে ঐতিহ্যবাহী মারমা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জীনামেজু অনাথ আশ্রম ও ফাঁসিয়াখালী ইউনিয়নবাসীর উদ্যোগে এসবের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম জোনের উপ অধিনায়ক মেজর মোঃ আবুল হাসান পলাশ পিএসসি বই বিতরণ উদ্ভোধন শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।
এতে বিশেষ অতিথি ছিলেন,ক্যাপ্টেন ফাহিম মুনতাসীর, ক্যাপ্টেন রায়হান আহমেদ ও মানবাধিকার কর্মী সাংবাদিক এম রুহুল আমিন। এছাড়া ইয়াংছা আর্মি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার বাহার উদ্দিন, ইয়াংছা বাজার ব্যবসায়ি সমিতির সফল সভাপতি আব্দুল হামিদ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের আলোচনা শেষে প্রধান অতিথি আলীকদম সেনা জোনের উপ অধিনায়ক মেজর মোঃ আবুল হাসান পলাশ পিএসসি উপস্থিত সকলে নতুন বছর ২০২৬ ইং এর শুভেচ্ছা জানিয়ে অনাথ আশ্রমের ১৩০ জন শিক্ষার্থীর হাতে বই তুলে দেন। পরে ঐতিহ্যবাহী মারমা সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি আবুল হাসান পলাশ।

সমগ্র অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, তিন পার্বত্য ভিক্ষু পরিষদের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও অনাথ আশ্রমের পরিচালক উ: নন্দ মালা মহাথের।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত