লামা প্রতিনিধি |
বান্দরবান জেলার লামা উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দেলন ও জাতীয় নাগরিক কমিটির যৌথ উদ্যোগে “জুলাই এর প্রেরণা, দিতে হবে ঘোষণা” শিরোনামে লিফলেট বিতরণ করা হয়েছে। রবিবার দিনব্যাপী উপজেলা শহরের ব্যবসায়ী, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান সহ সরকারী বেসরকারী অধিদপ্তরে এ লিপলেট বিতরণ করা হয়। ছাত্র আন্দেলন ও নাগরিক কমিটির নেতৃবৃন্দরা জুলাই বিপ্লবের প্রোক্লেমেশন তথা ঘোষনাপত্রে ৭ দফা দাবি অন্তর্ভুক্তির দাবি সম্বলিত লিফলেট বিতরণ করেন।
লিপলেট বিতরণ করেন-ছাত্র অন্দোলনের ইমদাদুল হক মিলন, মো. শরিফ, হাসান মাহমুদ, জোনায়েদ কবির, আসাদুল ইসলাম ও নুরুল হাকিম নাহিদসহ নাগরিক কমিটির আবু কাউসার, মো. আব্দুল করিম, মো. নাজমুল হাসান, খোরশেদ আলম বাহাদুর, জামাল হোসেন, হাসান মাহমুদ, মো. রিয়াজ, আনোয়ার হোসেন, মো. হাসান, আবু সালমান, জাহিদ হাসান, মো. হাবিব, সাদ্দাম হোসেন, মো. ইব্রাহিম ও মো. সাকিব প্রমুখ।