প্রিন্ট এর তারিখঃ মে ৫, ২০২৫, ৮:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৫, ২০২৫, ১:৪৬ অপরাহ্ন
লামায় টমটমের ধাক্কায় শিশুর মৃত্যু
লামা প্রতিনিধি।
বান্দরবান জেলার লামা উপজেলায় টমটম গাড়ির ধাক্কায় মো. আশেক নামের ৫ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের গুলিস্তান বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিশু মো. আশেক গুলিস্তান বাজার এলাকার বাসিন্দা প্ল্লী চিকিৎসক মো. রাসেলের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, শিশু মো. আশেক সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির উঠানে ফুটবল নিয়ে খেলা করছিল। এ সময় খেলারচ্ছলে ফুটবলটি বাড়ি সংলগ্ন রাস্তার উপর পড়ে। ফুটবলটি আনতে গেলে মালুমঘাটগামী একটি টমটম গাড়ির সাথে মো. আশেক ধাক্কা খায়। এতে ছিটকে পড়ে গুরুতর আহত হয় শিশু মো. আশেক। পরে স্থানীয়রা মো. আশেককে দ্রুত উদ্ধার করে কাছাকাছি মালুমঘাট হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থা আশঙ্কা জনক হলে দায়িত্বরত চিকিৎসক মো. আশেককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেপার করেন। একপর্যায়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় মারা যায় শিশু আশেক।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. তোফাজ্জল হোসেন বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত