মো. নুরুল করিম আরমান |
সারাদেশের মত বান্দরবান জেলার লামা উপজেলায়ও উৎসবমুখর পরিবেশে টাইফয়েড টিকা ক্যাম্পেইন শুরু হয়েছে। রবিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নুনারবিল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রাক্ প্রাথমিকের ছাত্র ওয়াফি ইবনে মঈন’কে টিকা প্রদানের মাধ্যমে এ ক্যাম্পেইনের শুরু করা হয়। এ উপলক্ষ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মোস্তফা নাদিম’র সভাপতিত্বে এক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন।
এতে প্রাথমিক শিক্ষা অফিসার দেবাশিষ বিশ্বাস, সহকারি তথ্য অফিসার মোহাম্মদ রাসেদুল হক রাসেল, থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. তোফাজ্জল হোসেন, ডা. মো. ফরহাদ উদ্দিন ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান বিশেষ অতিথি ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিবছর দেশে ৫ লাখ মানুষ টাইফয়েড রোগে আক্রান্ত হচ্ছেন, এর মধ্যে মারা যায় ৮ হাজার মানুষ। যার বেশির ভাগই শিশু। তাই টাইফয়েড জ¦র থেকে সুরক্ষিত রাখতে সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় শিশুদের মাঝে টিকা প্রদানের পরিকল্পনা গ্রহণ করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, লামা উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকার ৩৬ হাজার ১০৩জন শিশুকে বিনামূল্যে টাইফয়েড টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে স্কুল পর্যায়ে রয়েছে ২৫ হাজার ৭৯৬জন ও কমিউনিটি পর্যায়ে ১০ হাজার ৩০৭জন শিশু। স্কুল পর্যায়ে ১৯৪টি, ১৪৪টি অস্থায়ী ও ১টি স্থায়ী (উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স) টিকা কেন্দ্রের মাধ্যমে কমিউনিটি পর্যায়ে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী ও স্কুল পর্যায়ে প্রাক প্রাথমিক থেকে ৯ম শ্রেণীর শিক্ষার্থীরদের এ টিকা প্রদান করা হচ্ছে। স্কুল পর্যায়ে ১০দিন ও কমিউনিটি পর্যায়ে ৮দিন সরকারি ছুটি ও ইপিআই সেশন ব্যতিত প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই কার্যক্রম চলবে।

এদিকে প্রতিকেন্দ্রে ২জন ভেকসিনেটর দায়িত্ব পালনের পাাশাপাশি ১৮জন সহ স্বাস্থ্য পরিদর্শক, পরিবার পরিকল্পনা পরিদর্শক, স্যানেটারি পরিদর্শক, এনটি ইপিআই ও স্বাস্থ্য পরিদর্শক টিকা প্রদান কেন্দ্র পরিচালনা করছেন বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম। তিনি বলেন, টিকা থেকে যাতে দুর্গম পাহাড়ি এলাকার একটি শিশুও যাতে বাদ না পড়ে, সে ব্যবস্থার পাশাপাশি সার্বক্ষনিক মনিটরিং করা হচ্ছে। টিকা কার্যক্রম শতভাগ বাস্তবায়নে শিশু অভিভাবক ও শিক্ষকসহ সকলের সহযোগিতা কামনা করেন ডা. গোলাম মোস্তফা নাদিম।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত