
লামা প্রতিনিধি |
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের লামা উপজেলার ১৫ নং ক্লাস্টারের দেরাজ মিয়া পাড়া কেন্দ্রে ভরাগোদা পাড়া, দেরাজমিয়া পাড়া ও বটতলী পাড়া কেন্দ্রের মাদের নিয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে পাড়া কেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনা ও পাড়ার কেন্দ্রের কার্যক্রম যথা শিশুদের মূল্যায়ন, পাঠ পরিকল্পনা অনুযায়ী পাঠদান, জন্ম নিবন্ধন, কমিউনিটি মূল্যায়ন, উঠান বৈঠক, পোশাক সংক্রান্ত, ছাত্র-ছাত্রীরা উপস্থিত নিশ্চিতকরণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিরাপদ পানি ব্যবহার, স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার ও কিশোর কিশোরী ক্লাব সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে সকল অভিভাবকবৃন্দ এই ধরনের কার্যক্রমকে অতি উৎসাহে গ্রহণ করেন এবং তাদের বক্তব্যে প্রকল্পের কার্যক্রম কে আরোও গতিশীল করবে বলে আশা ব্যক্ত করেন তাঁরা সকলেই পাড়া কেন্দ্রের সার্বিক মঙ্গল ও উন্নতি কামনা করেন এবং সার্বিক সহযোগিতা প্রদান করবেন বলে আশ্বাস দেন। অভিভাবক সমাবেশে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা সদস্য জনাবা শিরু আক্তার ও সভাপতি আজিজুল হক। এছাড়াও তিন পাড়ার সকল অভিভাবকবৃন্দ কিশোর কিশোরী পাড়া কর্মী এবং সকল শিশু উপস্থিত ছিলেন।