আলীকদম প্রতিনিধি।
২০২৪-২৫ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় বান্দরবান জেলার আলীকদম উপজেলায় তারুণ্যনির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারের সাথে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে এক নারী সমাবেশ অনুষ্টিত হয়েছে। লামা তথ্য অফিসের আয়োজনে সোমবার (৩ মার্চ) উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের শিবাতলি মার্মা পাড়ায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ নারী সমাবেশে পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রবুজ বড়ুয়া প্রধান অতিথি ছিলেন। এতে বিশেষ অতিথি ছিলেন তথ্যসেবা কর্মকর্তা জ্যাকলিন ত্রিপুরা, চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদ সদস্য উথোয়াই মার্মা এবং তথ্যসেবা কেন্দ্রের ফিল্ড ভিজিটর কল্পনা চাকমা প্রমুখ।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ সরকারের নীতি, আদর্শ ও সংস্কারমূলক, কার্যক্রম, বৈষমাহীন ও জবাবদিহিমূলক সমাজ গঠনে গৃহীত পদক্ষেপসমূহ, ডেঙ্গু প্রতিরোধ, মানব পাচার, মাদক, সন্ত্রাস, গুজব, অপপ্রচার, অপরাজনীতি ও সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও নাশকতা, ইভটিজিং, বাল্যবিবাহ ইত্যাদি প্রতিরোধ, নৈতিকতা ও মূল্যবোধ সম্পর্কে সচেতনতা, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার, পরিবেশ সংরক্ষণ, অটিজম, তথ্য অধিকার ইত্যাদি বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনার পাশাপাশি অংশগ্রহণকারীদের মতামত গ্রহণ করেন।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত