লামা প্রতিনিধি |
“তারুণ্যনির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারের সাথে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে বান্দরবান জেলার লামা উপজেলায় নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর ) বিকাল ৩টার দিকেউপজেলা পরিষদের সভাকক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় প্ উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন প্রধান অতিথি ছিলেন।
সহকারি তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন- কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোছাম্মৎ শাকিলা আক্তার, থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. তোফাজ্জল হোসেন ও পল্লী উন্নয়ন কর্মকর্তা গোপাল কৃষ্ণ চক্রবর্তী প্রমুখ। এতে স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ অংশ গ্রহণ করেন।
মতবিনিময়কালে প্রধান অতিথি মো. মঈন উদ্দিন তাঁর বক্তৃতায় ডেঙ্গু প্রতিরোধ, মানবপাচার, মাদক, গুজব, অপরাজনীতি, সাম্প্রদায়িকতা, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান। অন্যান্য অতিথিবৃন্দ সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা, জন্ম নিবন্ধন এবং তথ্য অধিকার বিষয়ে আলোচনা করেন। সুন্দর বাংলাদেশ বিনির্মানে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বৃদ্ধি পাওয়া গুজব ও অপপ্রচার বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহবান জানান বক্তারা।
সভাপতির বক্তব্যে সহকারি তথ্য অফিসার সম্প্রতি চলমান টাইফয়েড ভ্যাক্সিনেশনের গুরুত্ব তুলে ধরেন এবং আসন্ন নির্বাচন কেন্দ্রিক অপপ্রচার রোধে সম্মিলিত প্রয়াস ও যৌথ দায়িত্বের প্রতি গুরুত্বারোপ করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমের সঠিক ব্যবহার বিষয়ে আলোকপাত করেন।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত