1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শুক্রবার, ০২ মে ২০২৫, ০৬:০৩ অপরাহ্ন
সর্বশেষ:
আলীকদমে পারিবারিক কলহে বিষপান করে আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি ৩ জন লামায় বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে আরো ৫ জেলে পেলেন ২০টি উন্নত জাতের ছাগল লামায় এপেক্স ক্লাবের শিক্ষা সামগ্রী পেল শিক্ষার্থীরা লামায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালন আলীকদমে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে দুই জনকে জরিমানা বান্দরবানে ২১ কিলোমিটার হিল ম্যারাথন অনুষ্ঠিত লোহাগাড়া প্রাথমিক শিক্ষক সমিতি ও সাউন্ড হেলথ হাসপাতালের মধ্যে সমঝোতা চুক্তি বান্দরবানের বিভিন্ন প্রতিষ্ঠানে খাদ্যশষ্য প্রদান করলেন আঞ্চলিক পরিষদ সদস্য কেএস মং রাঙ্গামাটিতে তরুণী ধর্ষণ মামলায় এক যুবক আটক খাগড়াছড়িতে অপহরণের ৭ দিন পর চবি’র ৫ শিক্ষার্থী মুক্ত বিদ্যুৎ চলে গেলেই ঘুটঘুটে অন্ধকারে লামা স্বাস্থ্য কমপ্লেক্স, রোগীদের দুর্ভোগ লামায় নিবন্ধিত জেলেরা পেলেন বিনামূল্যে উন্নত জাতের ছাগল লামায় ‘কার্প জাতীয় মাছের মিশ্র চাষ’ বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষণ সম্পন্ন লামায় “ট্যুরিজম ম্যানেজমেন্ট বিষয়ক” প্রশিক্ষণ চকরিয়া ভূয়া নৌবাহিনী সদস্য পরচিয়ে প্রতারণায় এক দম্পতি গ্রপ্তোর

লামায় ত্রিপুরা পল্লীর ১৭ বসতঘর আগুনের ঘটনায় ৪ জন গ্রেফতার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১০৭ বার পড়া হয়েছে

লামা প্রতিনিধি |
বান্দরবান জেলার লামা উপজেলায় প্রতিপক্ষের আগুনে ত্রিপুরা সম্প্রদায়ের ১৭ বসতঘর পোড়ানোর ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে বান্দরবান জেলার আতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান আলীর নেতৃত্বে গোয়েন্দা শাখার একটি টিম লামা থানা পুলিশের তৎপরতায় সরই ইউনিয়নের টংগঝিরি ও আশপাশ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করেন। গ্রেফতরকৃতরা হলো- ছবিচন্দ্র ত্রিপুরা পাড়ার বাসিন্দা জগমন ত্রিপুরার ছেলে স্টিফেন ত্রিপুরা (৫০) ও জগমন ত্রিপুরার ছেলে যোয়াকিম ত্রিপুরা (৫২), টংগঝিরি পাড়ার বাসিন্দা গবিন্দ্র ত্রিপুরার বাসিন্দা মসৈনিয়া ত্রিপুরা (৪৪) ও বাগানের কেয়ারটেকার ইব্রাহীম (৬৫)। অন্য আসামীদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাদাৎ হোসেন।
এদিকে বান্দরবান জেলা প্রশাসক শাহ মোহাম্মদ মুজাহিদ ও বান্দরবান পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) রুপায়ন দেব ও থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. শাহাদাৎ হোসেন উপস্থিত ছিলেন।
পরে স্থানীয় সাংবাদিকদের নিয়ে থানায় এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেন পুলিশ সুপার। প্রেস ব্রিফিং এ বান্দরবান পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার বলেন, গ্রেফতারকৃত ৪ আসামীসহ অন্যরা গুঙ্গামনি ত্রিপুরা সহ পাড়ার লোকজনের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবী করেছিলেন। দাবীকৃত চাঁদা না দিলে গত ২৫ ডিসেম্বর রাতে পাড়ার লোকজন ঘরে না থাকার সুবাধে মাচাংঘরে আগুন ধরিয়ে দেয় স্টিফেনরা। এতে ১৬টি মাচাংঘর আগুনে পুুড়ে ৪ লাখ ৮০ হাজার টাকার ক্ষতি হয়। পরে এ ঘটনায় গুঙ্গা মনি ত্রিপুরা বাদী হয়ে স্টিফেন ত্রিপরা সহ ৭ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। মামলার করার কয়েক ঘন্টার মধ্যে আসামীদের গ্রেফতার করা হয়। জায়গা দখল কর্তৃত্ব নিয়েই ত্রিপুরা সম্প্রদায় নিজেরা নিজেদের মধ্য দ্বন্ধে জড়িয়ে পড়েন বলে প্রাথমিকভাবে উঠে এসেছে বলে জানান পুলিশ সুপার।
সূত্র জানায়, গত তিন মাস আগে উপজেলা ও পাশের আলীকদম উপজেলা থেকে ১৯টি ত্রিপুরা পরিবার উপজেলার সরই ই্উনিয়নে বসতি শুরু করেন। পাড়ার নাম দেন পূর্ব বেতছড়া পাড়া। বড়দিন উপলক্ষে মঙ্গলবার দিনগত রাত ১টার দিকে এসব পরিবারের লোকজন পাশের টংগঝিরি পাড়ার গীর্জায় প্রার্থণা করতে যান। এ ফাঁকে কাঁচাঘরগুলোর মধ্যে ১৬টি ঘর আগুনে পুড়িয়ে দেয় প্রতিপক্ষ। এর আগে হুমকির সম্মুখীন হয়ে গত ১৭ নভেম্বর পাড়ার বাসিন্দা গুঙ্গা মনি ত্রিপুরা বাদী হয়ে স্টিফেন ত্রিপুরা সহ ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৭-৮ জনের বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরী করেন। এ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তরা হলেন- গুঙ্গা মনি ত্রিপুরা, সিয়ান্দ্র ত্রিপুরা, চন্দ্র মনি ত্রিপুরা, বিদ্যাচন্দ্র ত্রিপুরা, অজারাম ত্রিপুরা, রুমানিক ত্রিপুরা, গ্রেন ত্রিপুরা, বিজয় ত্রিপুরা, মার্ঝেল ত্রিপুরা, জয়চন্দ্র ত্রিপুরা, গুংগারাং ত্রিপুরা, তিফরাম ত্রিপুরা, অনসারাই ত্রিপুরা, জানালি ত্রিপুরা, তারাসিং ত্রিপুরা, বাষিচন্দ্র ত্রিপুরা ও ওবদিয় ত্রিপুরা। ক্ষতিগ্রস্তরা বর্তমানে খোলা আকাশের নিচে বসবাস করছেন।
স্থানীয় জনপ্রতিনিধিরা জানায়, পূর্ব বেতছড়া পাড়ায় বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি পলাতক বেনজির আহমেদের একটি বাগান বাড়ি ছিল, যা এসপি’র বাগান নামে পরিচিত। বেনজির আহমেদের সেই জায়গায় বিভিন্ন এলাকা থেকে বেশ কিছু ত্রিপুরা পরিবার গিয়ে ছোট ছোট কাঁচা জুমঘর করে বসবাস শুরু করেন। ওই জায়গার দখল কর্তৃত্ব নিয়ে ত্রিপুরা সম্প্রদায় নিজেদের মধ্য দ্বন্ধে জড়িয়ে পড়েন।
এ বিষয়ে পাড়ার বাসিন্দা গুংগা মনি ত্রিপুরা জানান, গত একমাস আগে স্টিফেন ত্রিপুরা সহ বেশ কয়েকজন সন্ত্রাসী গ্রুপ তৈরি করে দীর্ঘদিন যাবৎ অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে মোট অংকের অর্থ দাবী করেন, দাবীকৃত অর্থ না দিলে পাড়াবাসীকে হুমকিও দেন। এ প্রেক্ষিতে আমরা হুমকি দাতাদের বিরুদ্ধে থানায় ডায়েরী করি। মূলত তারাই সুযোগ বুঝে আমাদের পাড়ার বসতঘরে আগুন লাগিয়ে পুড়ে দেয়। ঘটনার সময় পাড়ার লোকজন ঘরে না থাকায় কোন মালামাল রক্ষা করা সম্ভব হয়নি। ঘটনার পর তাৎক্ষনিকভাবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের চাল ডাল তেল ও কম্বল প্রদান করা হয় বলে জানান লামা উপজেলা নির্বাহী অফিসার (অ.দা) রুপয়ন দেব।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট