1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
বুধবার, ০৪ জুন ২০২৫, ১০:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
নাইক্ষ্যংছড়ির দোছড়িতে বিদ্যুৎ ও সড়ক যোগাযোগ বিপর্যস্ত লামায় পুষ্টি বিষয়ক চিত্রাঙ্কন কুইজ ও উপস্থিত বক্তৃতার পুরস্কার বিতরণ নাইক্ষ্যংছড়িতে গর্জনিয়া-জুমছড়ি সড়ক ধসে পড়ার আশঙ্কা, স্থানীয়দের বালু উত্তোলন বন্ধের দাবি নাইক্ষ্যংছড়িতে জব্দকৃত গরু ছিনিয়ে নিতে হামলা, বিজিবির ৩ সদস্যসহ আহত ৪ সমাজকল্যাণ মূলক প্রবন্ধ গ্রন্থের মোড়ক উন্মোচন লামায় পাহাড় ধ্বসে প্রাণহানির শঙ্কায় পর্যটন রিসোর্ট বন্ধ ঘোষণা, ঈদের আগে খুলে দেয়ার দাবী রিসোর্ট মালিকদের খাগড়াছড়িতে পাহাড় ধস মেজর (অব.) সিনহা হত্যা মামলা, ওসি প্রদীপ ও লিয়াকতের ফাঁসির রায় বহাল লামায় ‘লাউদাতো সি’ সপ্তাহ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে গাছের চারা রোপন ও বিতরণ লামায় পিআইডির মতবিনিময় সভা লামায় কিশোরীদের ‘মাসিক স্বাস্থ্য বিধি’ খাগড়াছড়িতে তিন দিনব্যাপী ভূমি মেলা লামায় ভূমি মেলা উপলক্ষে গণশুনানি মারাইংতং জাদী রক্ষায় মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি: আইনি পদক্ষেপের দাবি.. নাইক্ষ্যংছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা খেলার মাঠের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

লামায় দফায় দফায় কৃষকের বসত ঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ১০৮ বার পড়া হয়েছে

| নিজস্ব প্রতিবেদক |
জায়গা নিয়ে বিরোধের জের ধরে বান্দরবান জেলার লামা উপজেলায় দফায় দফায় মো. শরীফ নামের এক কৃষকের বসতঘরে ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার লামা সদর ইউনিয়নের লাইনঝিরি পশ্চিম পাড়ায় ঘটনাটি ঘটে। প্রতিপক্ষ মো. বেলালরা একের পর এক ভাংচুর ও লুটপাট করে চলছে বলে শুক্রবার বিকেলে সাংবাদিকদের জানান ক্ষতিগ্রস্ত কৃষক মো. শরীফ। এ ঘটনায় অভিযুক্তরা হলেন- লাইনঝিরি পশ্চিম পাড়ার বাসিন্দা মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে মো. বেলাল (৫০), রহুুল আমিনের ছেলে নুর হোসেন (২৯), মো. ইব্রাহীম (২৪) ও বাদশা মিয়া (২৬), মো. সিরাজের ছেলে মো. আরিফ (৩৫), বেলালের ছেলে জাহেদ (২২), মইন উদ্দিনের স্ত্রী ঝর্ণা বেগম (৪৬), নুর আজিমের স্ত্রী পারুল বেগম (৩৫) ও বেলালের মেয়ে আমেনা বেগম (২৬)। মামলা করেও কৃষক শরীফ এ ভাংচুর ও লুটপাট থেকে রক্ষা পাচ্ছেনা। তাই প্রতিপক্ষের হাত থেকে জায়গা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন কৃষক মো.শরীফ।
অভিযোগে জানা যায়, উপজেলার ২৯৩নং ছাগল খাইয়া মৌজার আর/হোল্ডিং নং ৪৯০ মূলে লাইনঝিরি পশ্চিম পাড়ার বাসিন্দা মো. শাহ আলমের ছেলে কৃষক মো. শরীফের ৫ একর তৃতীয় শ্রেণীর জমি আছে। দীর্ঘ বছর ধরে তিনি এ জায়গায় বহু কায়িক পরিশ্রম ও অর্থ ব্যয়ে বিভিন্ন ফলদ ও বনজ গাছের বাগান সহ বসতঘর সৃজন করে ভোগ করে আসছেন। সম্প্রতি এ জায়গার উপর প্রতিপক্ষ মো. বেলালদের লোলুপ দৃষ্টি পড়ে। তারা এ জায়গা জবর দখলে নিতে বিভিন্ন সময় মামলা হামলা শুরু করেন। এ ধারাবাহিকতায় গত ২৮ অক্টোবর পরিকল্পিতভাবে মো. বেলালের নেতৃত্বে ৮-৯ জন সংঘবদ্ধ হয়ে কৃষক শরীফের বসতঘর ভাংচুর ও লুটপাট করে। এরপর ৪ নভেম্বর সকাল ৯টার দিকে আবারও বেলালের নেতৃত্বে ১৫-১৬ জন সংঘবদ্ধ হয়ে কৃষক মো. শরীফের সীমানা বেড়া ও বসতঘর ভাংচুর করে প্রতিপক্ষ। খবর পেয়ে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। এ ঘটনায় কৃষক মো. শরীফ বাদী হয়ে মো. বেলাল সহ ১৫-১৬ জনের বিরুদ্ধে উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারী অভিযোগ করেন। আদালত অভিযোগটির তদন্ত করার জন্য লামা সার্কেলের সহকারী পুলিশ সুপারকে দায়িত্ব দেন। শুধু তায় নয়, জাযগা ছেড়ে না গেলে প্রাণ নাশের হুমকিও দেন প্রতিপক্ষ বেলালরা। এসব ঘটনায় মামলা করলে প্রতিপক্ষ বেলালরা আরও ক্ষিপ্ত হয়।
এ বিষয়ে লাইনঝিরি পশ্চিম পাড়ার বাসিন্দা খোকন, নিজাম উদ্দিন ও সেকান্দর সহ অনেকে জানায়, প্রতিপক্ষ বেলালরা মো. শরীফের জায়গা জবর দখলে নিতে দফায় দফায় হামলা করেছে। তারা সামাজিক বিচার আচার মানেনা। এভাবে একজন ব্যক্তির উপর হামলার ঘটনা খুবই দু:খ জনক।
ভুক্তভোগী মো. শরীফ বলেন, আমার লোকবল নাই বিধায় বেলালরা বার বার হামলা চালিয়ে আমার বসতঘর ভাংচুর ও লুটপাটের মাধ্যমে ক্ষতিসাধন করছে। এসব হামলা ও লুটপাটের ঘটনায় থানা ও আদালতের আশ্রয় নিয়েও রেহাই পাচ্ছিনা। তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মো. বেলাল জানান, এ জায়াগা আমার। মো. শরীফ জোর করে আমার জায়গা জবর দখল করে নেয়। বসতঘর ভাংচুরের ঘটনা সত্য নয়।
এ বিষয়ে লামা থানা পুলিশের উপ-পরিদর্শক রুহুল আমিন জানান, শরীফের বসতঘরে হামলা ও মারধরসহ জায়গা জবর দখলের চেষ্টার ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট