মো. নুরুল করিম আরমান |
আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বান্দরবান জেলার লামা উপজেলায় দরিদ্র বেকার নারীদের মাঝে সেলাই মেশিন প্রদান করেছে বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা গ্লোবাল এইড ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট (জিএএসডি)। সংস্থার প্রজেক্ট স্বাবলম্বন’র উদ্যোগে শনিবার (২৯মার্চ) বিকেলে বিনামূল্যে ১১ নারীকে এ সেলাই মেশিন প্রদান করা হয়।
লামা প্রেসক্লাব মিলনায়তনে সংস্থার চেয়ারম্যান ড. মো: মুহিব উল্লাহর সভাপতিত্বে প্রদান অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) লামা উপজেলা শাখার সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র মো. আমির হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী লামা শাখার আমীর মুহাম্মদ ইব্রাহীম কাজী, প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া ও সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান অতিথি ছিলেন। সংস্থার চেয়ারম্যান ড. মুহিব উল্লাহ বলেন, প্রতি বছরের মত এ বছরও উপজেলার ১১ জন বেকার নারীর মাঝে সেলাই মেশিন প্রদান করা হয়েছে।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত