লামা প্রতিনিধি |
‘দেশ প্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন’ -এ শ্লোগানকে প্রতিপাদ্য করে বান্দরবান জেলার লামা উপজেলায় দুর্নীতি বিরোধী এক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে লামা আদর্শ বালিকা বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন বান্দরবান জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম হাসান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল্লাহ মোহাম্মদ ইমতিয়াজ’র সভাপতিত্বে প্রতিযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন, সহকারি তথ্য অফিসার মো. রাশেদুল হক রাসেল, কক্সবাজার জেলা দুদক সমন্বিত কার্যালয়ের উপ-সহকারি পরিচালক মুহাম্মদ হুমায়ুন বিন আহমদ বিশেষ অতিথি ছিলেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- দুদক’র উপজেলা কমিটির সহ-সভাপতি আনোয়ারা বেগম ও সাধারণ সম্পাদক আবদুর শুক্কুর। ‘প্রতিরোধ নয়, দমনই দুর্নীতি নির্মূলের কার্যকর উপায়’ এর উপর প্রতিযোগিতায় বিচারক ছিলেন- সরকারি মাতামুহুরী কলেজ’র শিক্ষক অংথিং ও আশিফ ইশতিয়াক।
এতে স্বপ্ন কানন বিদ্যাপীঠ চ্যাম্পিয়ন ও লামামুখ উচ্চ বিদ্যালয় রানারআপ হয়। শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।