প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৬, ১১:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৫, ৬:১২ পূর্বাহ্ন
লামায় দূর্গম পাহাড়ি এলাকার দুই শতাধিক নারী পুরুষ পেল গ্রাউস’র বিনামূল্যের চিকিৎসা সেবা
নুরুল করিম আরমান।
বান্দরবান জেলার লামা উপজেলায় ক্ষুদ্র নৃ- গোষ্ঠী- বাঙ্গালী হত দরিদ্র জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবাও ঔষধ প্রদান করেছে বেসরকারি সংস্থা গ্রাম উন্নয়ন সংগঠন ( গ্রাউস)। রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার দূর্গম পাহাড়ি সরই ইউনিয়নের টংগঝিরি পাড়ায় এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।
সংস্থার ' 'অংশীদারিত্বের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রামে সহনশীল জীবিকার জন্য সহায়তা' প্রকল্পের আওতায় মানুষের জন্য ফাউন্ডেশন'র সহযোগিতায় ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এ চিকিৎসা সেবায় দুই শতাধিক নারী পুরুষ চিকিৎসা সেবা গ্রহন করেন। এতে আগত রোগীদের চিকিৎসা প্রদান করেন ডা. মেহেদী হাসান। এ সময় প্রকল্পের প্যারামেডিক উম্মে হাবিবা তামান্না, অর্গানাইজার মে মং মার্মা, সিএম অংথোয়াইনু মার্মা, সিএনএইচপি ক্য ক্য চিং মার্মা, পুষ্টি আপা সুমি বড়ুয়া ও গংগা রানী ত্রিপুরা প্রমুখ উপস্থিত ছিলেন।
চিকিৎসা সেবা নিতে আসা বৃদ্ধা লাল মতি ত্রিপুরা (৬৩) জানান, দীর্ঘ দিন ধরে চর্ম রোগে ভুগছিলাম। টাকার অভাবে ডাক্তার দেখাতে পারছিলাম না। গ্রাউস এর বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ পেয়ে উপকৃত হয়েছি।
চিকিৎসা সেবা প্রদানের সত্যতা নিশ্চিত করে প্রকল্পের প্যারামেডিক উম্মে হাবিবা তামান্না বলেন, যাতায়াত অসুবিধার কারনে দূর্গম পাহাড়ি এলাকার হত দরিদ্ররা চিকিৎসা সেবা পায় না। এদিক চিন্তা করে প্রকল্পের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়। পর্যায়ক্রমে উপজেলার ফাইতং ইউনিয়নের সোনাইছড়ি ও লামা সদর ইউনিয়নে চিউনি মার্মা পাড়ায় এ চিকিৎসা সেবা প্রদান করা হবে।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত