লামা প্রতিনিধি |
দেশীয় প্রজাতির মাছ চাষে উদ্বুদ্ধ করার লক্ষ্যে বান্দরবান জেলার লামা উপজেলায় মৎস্য উপকরণ প্রদান করা হয়েছে। উপজেলা মৎস্য অধিদপ্তরের ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় দেশীয় প্রজাতির শিং মাছের প্রদর্শনী খামার স্থাপনের জন্য বৃহস্পতিবার দুপুরে চাষি পর্যায়ে এ উপকরণ বিতরণ করা হয়। মৎস্য অফিসার মো. আব্দুল্লা-হিল মারুফ উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা নয়াপাড়ার চাষি আব্দুল জব্বারের হাতে উপকরণ হিসেবে শিং মাছের ৩২০০ পিচ পোনা, ৪ বস্তা পিলেট খাদ্য এবং সাইনবোর্ড তুলে দেন। এ সময় মৎস্য অফিসের ক্ষেত্র সরকারি বাবলু আব্দুল গফুর উপস্থিত ছিলেন।
লামা উপজেলা মৎস্য অফিসার মো. আব্দুল্লা-হিল মারুফ বলেন, আমাদের দেশে সবচেয়ে সুস্বাদু মাছ ছিল দেশীয় মাছ। সে মাছ নানা ঘটনা প্রবাহে অনেকটা বিলুপ্ত প্রায়। জলাশয়, পুকুর, নদী ভরাট ও কীটনাশকের অপরিমিত ব্যবহার এর জন্য দায়ী। আর চাষিদের উদ্বুদ্ধকরণের মাধ্যমে এ মাছ রক্ষায় উদ্যোগ নেয় সরকার।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত