লামা প্রতিনিধি।
লামায় বৃহত্তর চট্টগ্রামের গণমানুষের দৈনিক সাঙ্গু পত্রিকার ২৩ তম বর্ষপূর্তি জমকালো আয়োজনে উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে স্থানীয় তংথমাং রিসোর্টের হল রুমে পত্রিকার লামা উপজেলার নিজস্ব প্রতিবেদক বেলাল আহমদের আয়োজনে কেক কাটার মধ্য দিয়ে শুভ সূচনা করা হয়।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, দৈনিক সাঙ্গু পার্বত্য বান্দরবানে সংবাদের পেছনের সংবাদ প্রচার করে প্রশংসা কুড়িয়েছেন। একদিনে সাঙ্গু সৃষ্টি হয়নি। দীর্ঘ ২২ বছর পেরিে ২৩তম বছরে পদার্পন করে পার্বত্য জনপদের উন্নয়নে দৈনিক সাঙ্গু’র লেখনি অন্যতম।
বক্তারা আরো বলেন, সাংবাদিকরা আলোর দিশারী। দেশের উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অন্যতম। দৈনিক সাঙ্গু গতানুগতিক সংবাদ প্রকাশ না করে, সংবাদের পেছনের সংবাদ প্রচার করা তাদের অন্যতম বৈশিষ্ট।
লামা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. তৈয়ব আলীর সঞ্চালনায় ও প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: মোস্তফা জামাল।
এতে পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও অনলাইন নিউজ পোর্টাল পাহাড়ের কথা এর প্রকাশক প্রদীপ কান্তি দাশ, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ফাতেমা পারুল ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মিলকী রাণী দাশ বিশেষ অতিথি ছিলেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মুহাম্মদ কামালুদ্দিন, জিটিভি প্রতিনিধি মো. ফরিদ উদ্দিন, কালেরকণ্ঠ প্রতিনিধি তানফিজুর রহমান, জিটিভি প্রতিনিধি মো. ফরিদ উদ্দিন, প্রথম আলো প্রতিনিধি এস.কে খগেশ প্রতি, মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম,ডেইলি অবজারভার প্রতিনিধি এম. বশিরুল ইসলাম, দৈনিক সাঙ্গুর নিজস্ব প্রতিবেদক জাহেদুল ইসলাম, ইনকিলাব প্রতিনিধি মাওলানা সামসুদ্দোহা, লামা সাংবাদিক ফোরামের সভাপতি ইউসুফ মজুমদার, যুগান্তর প্রতিনিধি ইলিয়াছ সানি, বাংলাদেশ সমাচার প্রতিনিধি শাহনেওয়াজ, সমুদ্রকণ্ঠ প্রতিনিধি নুর মোহাম্মদ মিন্টু, ,যুগান্তর আলীকদম প্রতিনিধি জয়দেব রানা, দৈনিক বায়ান্ন প্রতিনিধি সুশান্ত তংছঙ্গা, আলোকিত সকাল প্রতিনিধি আবুল হাসেম, কালবেলা প্রতিনিধি বিপ্লব দাশ, দৈনিক বায়ান্ন প্রতিনিধি মিজানুর রহমান, লামার আলোর এডমিন জাহেদ উদ্দিন,লামার নিউজ এডমিন মো. হাসান ও কোয়ান্টাম প্রতিনিধি রইজ উদ্দিন প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন দৈনিক বায়ান্ন প্রতিনিধি মো. মিজানুর রহমান।।