মংছিংপ্রু মার্মা, লামা |
পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বান্দরবান জেলার লামা পৌর শহর ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেছেন পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম। শুক্রবার সন্ধ্যায় বাজার ব্যবসায়ী সমিতির অফিস কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আমান উল্লাহর সভাপতিত্বে সভায় প্যানেল মেয়র মো. হোসেন বাদশা, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. রফিক ও বাজার ব্যবসায়ী সমিতি সাধারণ সম্পাদক বিপুল কান্তি নাথ সহ বাজার সকল ব্যবসায়ীগন উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে রমজান মাসে যেন নিত্য প্রয়োজনীয় কাঁচামালের দাম ক্রয় ক্ষমতার মধ্যে রাখেন সে বিষয়ে ব্যবসায়ীদের প্রতি আহবান জানান পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলামূ।