লামা প্রতিনিধি |
বান্দরবান জেলার লামা উপজেলায় ধান বোঝাই একটি ট্রাক গাড়ি উল্টে মং মেচিং মার্মা (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয় চালক সহ ১২ জন। বুধবার (১৪ মে) সন্ধ্যার দিকে উপজেলার ফাইতং ইউনিয়নের পোলাউপাড়া-বাজাপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মং মেচিং মার্মা পোলাউপাড়ার বাসিন্দা ও সাবেক কারবারি ম্যাচিং মার্মার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, বুধবার সন্ধ্যা ৬টার দিকে বাজাপাড়া থেকে ধান বোঝাই করে একটি ট্রাক পোলাউপাড়া যাচ্ছিল। এ সময় গাড়িটি সড়কের আলি বাড়ি সংলগ্ন স্থানে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারায়। এতে গাড়িটি উল্টে গেলে ঘটনাস্থলে মং মেচিং মার্মা নিহত ও ১২জন আহত হন। গুরুতর আহতরা হলেন- সোনাইছড়ি মার্মা পাড়া মৃত চিং সাউ মার্মা ছেলে উ খিং মং মার্মা (৩২), উসাপ্রু মার্মা ছেলে থোয়াই মং মার্মা (৩৫), মৃত আপ্রু মং ছেলে এছেন মার্মা (৩৬) ও থোড়াই চিং মং মার্মা ছেলে থোয়াই উ (৩২)।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. তোফাজ্জল হোসেন বলেন, কারো কোন অভিযোগ না থাকায় নিহত মং মেচিং মার্মার লাশ উদ্ধার করে সৎকারের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।