লামা প্রতিনিধি |
দীর্ঘ ১৯ বছর পর বাংলাদেশ টেলিভিশন’র শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণমূলক রিয়েলিটি শো ‘নতুন কুঁড়ি-২০২৫’ পুনরায় শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বান্দরবান জেলার লামা উপজেলা পরিষদ সভাকক্ষে এক প্রচারণা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। লামা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক’র সভাপতিত্বে অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন।
এতে উপজেলা প্রকৌশলী মো. আবু হানিফ, মৎস্য কর্মকর্তা আব্দুল্লা- হিল-মারুফ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ বিশ্বাস ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াহিদুল্লাহ বিশেষ অতিথি ছিলেন। অবহিতরণে স্থানীয় সাংবাদিক, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, সাংস্কৃতিক সংগঠনের পরিচালক ও অভিভাবকগণ অংশ গ্রহণ করেন।
এ সময় প্রধান অতিথি নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন বলেন, ‘নতুন কুঁড়ি’ শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশের এক অনন্য মঞ্চ। এ আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্ম দেশীয় সংস্কৃতি, সাহিত্য ও শিল্পচর্চার সঙ্গে বেড়ে উঠবে। এদিকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া, প্রতিযোগিতার গুরুত্ব ও অংশগ্রহণকারীদের প্রস্তুতি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক।
এছাড়া শিশু-কিশোরদের অংশগ্রহণ নিশ্চিতে শিক্ষক, অভিভাবক ও সাংস্কৃতিক সংগঠন সমূহের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।