1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৩:০৫ অপরাহ্ন
সর্বশেষ:
লামায় নারী ও শিশু নির্যাতন মামলার ভিকটিমদের পুলিশের আইনগত ও মানবিক সহায়তা লামায় অবৈধ ২ ইট ভাটা উচ্ছেদ আলীকদম সেনাবাহিনীর উদ্যোগে আর্থিক সহায়তা সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে লামায় কর্মরত সাংবাদিকদের মানববন্ধন লামায়  নদী ভাঙ্গনে বিলীন মেরাখোলার ৫০০ ঘরবাড়ি মসজিদ মাদ্রাসা কবরস্থান সড়ক ও ২০০ একর ফসলি জমি : অর্ধশত ঘরবাড়ি ও শতশত একর ফসলী জমি বিলিনের আশংকা, ভাঙ্গন রোধে দ্রুত ব্লক স্থাপনের দাবী ইউনিয়নবাসীর নাইক্ষ্যংছড়িতে নতুন সদস্য ও নবায়ন কর্মসূচী লামা তথ্য অফিসের উদ্যোগে আলীকদমে নারী সমাবেশ  ও জুলাই আন্দোলনের ডকুমেন্টারি প্রদর্শনী লামায় সিএইচসিপি এসোসিয়েশন’র নতুন সভাপতি জ্যোতিষ, সাধারণ সম্পাদক জুনাইদুল রক্তাক্ত ৩৬ জুলাই উপলক্ষে এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে নাইক্ষ্যংছড়িতে জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সেবিকাসহ জনবল সংকট, সেবা বঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠিসহ প্রায় ৩ লাখ মানুষ, দ্রুত জনবল সংকট নিরসনের দাবী উপজেলাবাসীর লামায় বিএনপি, জামায়াতে ইসলামী ও ইসলামি আন্দোলনের বিজয় মিছিল আলীকদমে অপার নির্জনতার নাম ‘চেয়ারম্যান লেক’ আলীকদমে বিনামূল্যে চোখের চিকিৎসা দিলেন চট্টগ্রাম লায়ন্স ক্লাব গোল্ডেন সিটি ইয়াংছা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ নাইক্ষ্যংছড়িতে প্রাথমিক বিদ্যালয়ে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ‘২৫ অনুষ্ঠিত

লামায় নারী ও শিশু নির্যাতন মামলার ভিকটিমদের পুলিশের আইনগত ও মানবিক সহায়তা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১ বার পড়া হয়েছে

মো. নুরুল করিম আরমান | 
বান্দরবান জেলার লামা উপজেলায় নারী ও শিশু নির্যাতন মামলার ভিকটিমদের আইনগত এবং মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। জেলা পুলিশের আয়োজনে এ মানবিক সহায়তা প্রদান করা হয়। এ উপলক্ষ্যে থানা মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, বান্দরবান পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার পিপিএম। বুধবার দুপুরে থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. তোফাজ্জল হোসেন’র সভাপতিত্বে মতবিনিময়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জিনিয়া চাকমা, স্বাস্থ্য কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম ও আলীকদম থানা পুলিশের অফিসার ইনচার্জ মির্জা জহির উদ্দিন বিশেষ অতিথি ছিলেন। এতে জনপ্রতিনিধি, সাংবাদিক, নারী-নেত্রী, নারী ও শিশু নির্যাতনের ভুক্তভোগী প্রমুখ অংশ গ্রহণ করেন। এ আয়োজনে সহযোগিতা করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ।
মতবিনিময়কালে প্রধান অতিথি বান্দরবান পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার পিপিএম বলেন- পুলিশ, বিচার বিভাগ, নির্যাতনের শিকার নারী-শিশু ও সুশীল সমাজ সবাই মিলে নারী নির্যাতন বন্ধে এগিয়ে আসতে হবে। নির্যাতিত নারীদের পাশে পুলিশ সবসময় আছে, থাকবে। ভুক্তভোগীদের চলাচলে প্রতিবন্ধকতা দূর করতে হবে। তাদের কাউন্সেলিং করে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে হবে। অনেক নির্যাতিত নারী ও শিশু ঘটনার পর মামলা করতে চায় না, তাই তাদের মধ্যে বিশ্বাস ও আস্থা তৈরি করতে হবে।
তিনি আরও বলেন, ইন্টারনেটের প্রভাবে আমাদের সন্তানরা ভুল পথে পরিচালিত হয়। তারা ভুল করছে কি না, মা-বাবার তা দেখতে হবে। ১৬ বছরের নিচে সবাই শিশু। তাদের ভুল শুধরে দিয়ে সঠিক রাস্তায় নিয়ে আসতে হবে। শিশুরা ঝরে গেলে দেশ ক্ষতিগ্রস্ত হবে। ফেসবুক-ইউটিউব কেন্দ্রিক আমাদের সন্তানরা অপরাধে জড়িয়ে যাচ্ছে। ছেলেমেয়েরা যেন মাদকের সঙ্গে আসক্ত না হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল পোস্টের কারণে সমাজে খারাপ প্রভাব পড়ে। এছাড়া সম্প্রতি লামা পর্যটন নগরী হিসেবে সারাদেশে পরিচিতি পেয়েছে। পর্যটকদের সুরক্ষা দিতে হবে। উদ্যোক্তারা লামাকে তুলে ধরছেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে সচেতন থাকতে হবে।
শেষে উপস্থিত ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যদের হাতে মানবিক সহায়তার নগদ টাকা ও উপহার সামগ্রী তুলে দেন বান্দরবান পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট