লামা প্রতিনিধি |
বান্দরবান জেলার লামা উপজেলায় নিজ ঘর থেকে জেসমিন আক্তার (১০) নামের এক মেয়ে শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের দুর্গম পাড়াড়ি ডলুঝিরির একটি খামার ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। জেসমিন মুসলিম পাড়ার বাসিন্দা মো. সোলেমানের মেয়ে।
সূত্র জানায়, সোলেমানের পরিবারটি দুর্গমে তামাক ক্ষেতে কাজ করত। শুক্রবার সকালে পারিবারিক বিষয় নিয়ে জেসমিন আক্তারকে তার মা বাবা বকাঝকা করে তামাক ক্ষেতে কাজ করতে বের হয়। তারা কাজ শেষে দুপুরে ঘরে ফিরে মেয়েকে পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক জেসমিনকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ফিরলে জেসমিনের মৃত্যুর কারণ জানা যাবে এবং তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত