লামা প্রতিনিধি |
বান্দরবান জেলার লামা উপজেলায় দিনব্যাপি ‘পরিবেশ রক্ষায় করণীয়’ বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা কারিতাস বাংলাদেশের এগ্রো ইকোলজি প্রকল্প-২ এর উদ্যোগে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কারিতাস বাংলাদেশ’র মাইক্রো ক্রেডিট প্রোগ্রামের লামা শাখা কার্যালয়ে মঙ্গলবার অনুষ্ঠিত কর্মশালায় উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তানবীর হাসান, সরকারী মাতামুহুরী কলেজ শিক্ষক সামশুল আলম, সরকারী উচ্চ বিদ্যালযের শিক্ষক আবদুস শুক্কুর, উপসহকারী উদ্ভিদ সরক্ষণ কর্মকর্তা অভিজিত বড়ুয়া ও সাংবাদিক মো. নুরুল করিম আরমান সহ শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি, ধর্মীয় গুরু, হেডম্যান ও পাড়া কারবারিরা কর্মশালায় অংশ গ্রহণ করেন। এতে বিস্তারিত তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন- প্রকল্পের উপজেলা মাঠ কর্মকর্তা জেভার্স ত্রিপুরা। কর্মশালায় অংশ গ্রহণকারীরা ৪ দলে বিভক্ত হয়ে পরিবেশ দূষণের কারণ চিহ্নিত ও উত্তরনের উপায় তুলে ধরেন। পার্বত্য অঞ্চলের পরিবেশ দূষণ রক্ষায় তামাক চাষ ও অবাধে বৃক্ষ নিধন বন্ধ, জমিতে মাত্রাতিরিক্ত কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহার না করে জৈব সার ও জৈব বালাই নাশক ব্যবহার করা, যত্রতত্র প্লাস্টিক, বর্জ্য ও পলিথিন না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলে ডাম্পিং করা, পাহাড় খুঁড়ে পাথর উত্তোলন বন্ধ করা, পরিকল্পিত জুম চাষ. পরিকল্পিতভাবে পরিবেশ বান্ধব ইটভাটা স্থাপন ও বেশি বেশি পরিবেশ বান্ধব বৃক্ষ রোপনের পাশাপাশি সকলকে সচেতন হওয়ার বিষয়টি উঠে আসে।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত