লামা প্রতিনিধি |
বান্দরবান জেলার লামা উপজেলায় দিনব্যাপি ‘পরিবেশ সংরক্ষণ’ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারি সংস্থা কারিতাস বাংলাদেশের অ্যাগ্রো ইকোলজি প্রকল্প-২ এর উদ্যোগে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। ৬ জুন, সকালে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রদীপ কান্তি দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান সোলতানা নাজমা, মৎস্য কর্মকর্তা আবদুল্লাহ হীল মারুফ ও সাধু পিতর ধর্ম পল্লীর ফাদার রকি ডি কস্তা ওএমআই অতিথি ছিলেন। এতে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান প্রধান, এনজিও প্রতিনিধি, কলেজ শিক্ষার্থী সহ বিভিন্ন পেশাজীবির মানুষ অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন প্রকল্পের মাঠ কর্মকর্তা মো. মামুন সিকদার।
কর্মশালায় সকলে মিলে পরিবেশ দূষণের কারণ ও দূষণ রোধে করণীয় নির্ধারণ করে বলেন, ‘পরিবেশ দূষণের জন্য দায়ী তামাক চাষ, বৃক্ষ নিধণ, পাহাড় কর্তন, পাথর উত্তোলন, পলিথিন ও কীটনাশক ব্যবহার। এসব বিষয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বৃক্ষরোপন, প্লাস্টিক পন্যের পুণ: ব্যবহার, জৈব সার উৎপাদন ও ব্যবহারের জনগণকে এগিয়ে আসতে হবে।