লামা প্রতিনিধি |
বান্দরবান জেলার লামা উপজেলায় পর্যটন শিল্পের বিকাশ, সম্ভাবনা ও প্রতিবন্ধকতা রোধে ট্যুর অপারেটরস্ এসোসিয়েশন অব বাংলাদেশ’র (টোয়ব) প্রতিনিধি টিমের সাথে উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও পর্যটন মালিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে (২ফেব্রুয়ারী) উপজেলা পরিষদ মিলনায়তনে পর্যটন মালিক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন রফিক’র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময়ে প্রধান অতিথি ছিলেন, নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) রুপায়ন দেব। এতে থানা পুলিশের উপ-পরিদর্শক রুহুল আমিন ও পর্যটন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাদেকুল মাওলা ইরাক বিশেষ অতিথি ছিলেন।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সদস্য ও টোয়াব’র সাবেক সভাপতি শিবলুল আজম কোরাইশি, টোয়াব আন্তর্জাতিক পরিচালক মো. মনছুর আলম পারভেজ, পরিচালক মিডিয়া এন্ড পিআর মো. ইউনুছ, পরিচালক প্রিন্ট ও পাবলিকেশন এস এম বিল্লাল হোসাইন সুমন, চ্যানেল আই সিনিয়র করেসপন্ডেন্ট মাজহারুল হক মান্না, টোয়াব ডিরেক্টর এসোসিয়েট মো. নাছির উদ্দীন বাদল প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, এক সময় সাজেক ছিল আকর্ষণীয় স্থান। ধীরে ধীরে এটি বস্তিতে রুপান্তরিত হওয়ায় ভ্রমণ পিপাসুরা আস্তে আস্তে মুখ ফিরিয়ে নিচ্ছেন। এখন লামার মিরিঞ্জা পাহাড়ও তেমনি বস্তিতে রুপ নিয়েছে।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত