নিজস্ব প্রতিবেদক |
পারিবারিক পুষ্টি চাহিদা মেটাতে বান্দরবান জেলার লামা উপজেলায় ১৬০ জন মা’কে সবজি বীজ প্রদান করেছে বেসরকারী সংস্থা গ্রাম উন্নয়ন সংগঠন (গ্রাউস)। গত বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত উপজেলার সরই, গজালিয়া, ফাইতং ও লামা সদর ইউনিয়নে সংস্থার ‘অংশীদারীত্ত্বের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রামে সহনশীল জীবিকার জন্য সহায়তা প্রকল্পের’ আওতায় উপকারভোগীদেরকে এ বীজ প্রদান করা হয়। দেওয়া হয় বেগুন, চিচিঙ্গা, পুইশাক, কলমি শাক, ঢেড়শ, লাল শাক, তিতা করলা ও বরবটি বীজ। এছাড়া ইউরিয়া, টিএসপি ও এমওপি সারও প্রদান করা হয়। এ ধারাবাহিকতায় রবিবার দুপুরে লামা সদর ইউনিয়নের বৈক্ষমঝিরিতে বিনামুল্যে এ সবজি বীজ প্রদান উদ্ভোধন করেন, প্রকল্পে প্যারামেডিক উম্মে হাবিবা তামান্না। এ সময় প্রকল্পের সিএনএইচপি ও পুষ্টি আপারা উপস্থিত ছিলেন। মা’দের মধ্যে সবজি বীজ প্রদানের সত্যতা নিশ্চিত করে প্রকল্পের প্যারামেডিক উম্মে হাবিবা তামান্না বলেন, এর আগে গত ৯ মাস ধরে উপজেলার ৪টি ইউনিয়নে ৮টি দলের ১৬০জন উপকারভোগীকে স্বাস্থ্য বিষয়ক ধারনা দেওয়া হয়।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত