লামা প্রতিনিধি |
বান্দরবান জেলার লামা উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে ‘অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ এ শ্লোগানকে প্রতিপাদ্য করে অনুষ্ঠিত র্যালি শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এস এম রাহাতুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন ও মিল্কি রানী দাশ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র ইনচার্জ সাফায়েত হোসেন অতিথি ছিলেন। শেষে আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ভুমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া প্রদর্শন করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা।