লামা প্রতিনিধি ।
গত দু’দিনের টানা বর্ষণে বান্দরবান জেলার লামা উপজেলাতে আবারও ভূমিধসের আশংকা থাকায় পাহাড়ের চূড়ায় ও পাদদেশে বসবাসকারীদেরকে দ্রুত নিকটস্থ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে সচেতনতামূলক প্রচারণায় নেমেছেন উপজেলা প্রশাসন। রবিবার তুমুল বৃষ্টি উপেক্ষা করে পৌরসভা এলাকার হাসপাতাল পাড়া ও নয়াপাড়াসহ বিভিন্ন স্থানে নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সারের নেতৃত্বে এ প্রচারণা চলে। এ সময় পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন, সহকারী তথ্য অফিসার খন্দকার তৌহিদ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। প্রচারণায় রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরাও অংশ গ্রহণ করেন।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত