প্রিন্ট এর তারিখঃ মে ৭, ২০২৫, ৯:১২ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৪, ২০২৫, ১:০৭ অপরাহ্ন
লামায় পাহাড় কাটা ও জ্বালানী কাঠ পোড়ানোর অপরাধে ইটভাটাকে জরিমানা
লামা প্রতিনিধি |
বান্দরবান জেলার লামা পৌলসভা এলাকায় অবৈধভাবে জ্বালানী কাঠ পোড়ানো ও পাহাড় কর্তনের অপরাধে এক ইটভাটা মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হযেছে। সোমবার বিকেলে পৌরসভা এলাকার ছাগলখাইয়া হেডম্যান পাড়াস্থ ইটভাটা এসবিএ ‘কে এ জরিমানা করা হয়। এ সময় ১৫০ ঘনফুট জ্বালানী কাঠ জব্দ করা হয়। অভিযান পরিচালনায় সহযোগিতা করে বন বিভাগ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও থানা।
ইটভাটাকে জরিমানার সত্যতা নিশ্চিত করে লামা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপায়ন দেব বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ এর ৬ ধারা অনুযায়ী ভাটা মালিককে জরিমানা করা হয়। একই সময় অবৈধভাবে ইট পোড়ানো, পাহাড় কাটা ও জ্বালানী কাঠ ব্যবহার করা হতে বিরত থাকার জন্য সতর্ক করা হয় বলেও জানান তিনি।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত