প্রিন্ট এর তারিখঃ মে ৬, ২০২৫, ৩:১১ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৪, ২০২৩, ১২:২০ অপরাহ্ন
লামায় পাহাড় ধ্বসের আশঙ্কা : ৫৫টি বিদ্যালয়কে আশ্রয় কেন্দ্র ঘোষণা
লামা প্রতিনিধি |
গত দুইদিনের টানা বৃষ্টিতে বান্দরবান জেলার লামা উপজেলার একটি পৌরসভা ও সাতটি ইউনিয়নের বিভিন্ন স্থানে পাহাড় ধস ও বন্যার আশংকা দেখা দিয়েছে। এদিক চিন্তা করে দুর্যোগ মোকাবেলায় ও ক্ষয়ক্ষতি এড়াতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার (০৪ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার বলেন, ঝুঁকিপূর্ণ এলাকায় জনসচেতনতা বৃদ্ধিতে মাইকিং করা হয়েছে। এছাড়া দুর্যোগে আশ্রয় নিতে উপজেলার ১টি পৌরসভা ও ৭টি ইউনিয়ন ৫৫টি শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র হিসাবে প্রস্তুত রাখা হয়েছে। পাহাড়ে যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন তারা এসব বিদ্যালয়ে আশ্রয় নিতে পারবেন। দূযোগকালীন সময় সরকারি সকল বিভাগ, এনজিও ও জনপ্রতিনিধিদের জনগণের পাশে থাকার অনুরোধ করেন নির্বাহী কর্মকর্তা মোস্তফা জাবেদ কায়সার।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত