লামা প্রতিনিধি |
প্রতি বর্ষা মৌসুমে প্রবল বর্ষণের ফলে বান্দরবান জেলার লামা উপজেলায় পাহাড় ধ্বসে প্রাণহানি সহ ঘরবাড়ির ব্যপক ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, একই সাথে শীত মৌসুমে অগ্নিকান্ডের ঘটনাও ঘটে। এ পাহাড় ধ্বস ও অগ্নিকান্ড থেকে রক্ষায় দুর্যোগ প্রস্তুতি মূলক এক সচেতনতা মূলক মহড়ার আয়োজন করে বেসরকারী সংস্থা গ্রাম উন্নয়ন সংগঠন (গ্রাউস)। ইউএসএআইডি’র অর্থায়নে গ্রাউস ও কেয়ার বাংলাদেশ’র বাস্তবায়নে সোমবার দুপুরে পৌরসভা এলাকার আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয় ভেন্যূতে এ মহড়ার আয়োজন করা হয়। সংগঠনের এমপিডিএস প্রকল্পের আওতায় মহড়ায় সার্বিক সহযোগিতা করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রেড ক্রিসেন্ট সোসাইটি ও স্থানীয় স্বেচ্ছাসেবক দল পাহাড় ধ্বস, অগ্নিকান্ড, ঘুর্ণিঝড় ও জুম চাষের উপর সচেতনতা মূলক দুর্গম প্রস্তুতি মহড়া উপস্থাপন করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমানের সভাপতিত্বে ও প্রকল্পের মাঠ কর্মকর্তা আবুল হাসেম’র উপস্থাপনায় মহড়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ বিশ্বাস। এতে লামা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুন কৃষ্ণ পাল, টিটিএন্ডডিসি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হুদা চৌধুরী, প্রকল্প সমন্বয়কারী কর্মকর্তা মুনলিয়ান বম, প্রকল্প কর্মকর্তা মেহেরুন্নেছা, কেয়ার বাংলাদেশ’র সিনিয়র অফিসার সাহাব উদ্দিন ও ডিআরআর অফিসার রাশেদ আমিন, সাংবাদিক মো. নুরুল করিম আরমান বিশেষ অতিথি ছিলেন। সচেতনতামূলক এ মহড়া উপভোগ করেন স্থানীয় শতাধিক নারী পুরুষ ও শিক্ষার্থী।
এ বিষয়ে প্রকল্প কর্মকর্তা মেহেরুন্নেছা বলেন, মূলত পাহাড় ধ্বস, অগ্নিকান্ড, ঘুর্ণিঝড় ও জুম চাষের উপর সচেতনতা সৃষ্টির লক্ষ্যেই এ মহড়ার আয়োজন।