লামা প্রতিনিধি |
বান্দরবান জেলার লামা পৌরসভা এলাকার একটি পুকুরের পানিতে ডুবে ইকবাল হোসেন রনি (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা এলাকার সাবেক বিলছড়ি গ্রামে এ দূর্ঘটনা ঘটে। ইকবাল হোসেন সাবেক বিলছড়ি গ্রামের বাসিন্দা আকরাম হোসেনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, শনিবার বিকেল ৪টার দিকে শিশু আকরাম হোসেন সহপাঠিদের সাথে ফুটবল খেলা শেষে বাড়ীর পাশের পুকুরে গোসল করতে যায়। এ সময় পুকুুরের পানিতে নামলে ইকবাল হোসেন ডুবে যায়। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ইকবাল হোসেন রনিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. শামীম শেখ বলেন, পানিতে পড়ে শিশু ইকবাল হোসেন রনির মৃত্যুর ঘটনাটি তদন্ত করে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।