1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
রবিবার, ০৪ মে ২০২৫, ০৭:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
লামায় রাহবার ফাউন্ডেশন’র ফ্রী চিকিৎসা পেলেন অর্ধ শতাধিক নারী পুরুষ মিয়ানমারে পাচারকালে ইউরিয়া সারসহ আটক ১০ পাচারকারী থানচির দুর্গম পাহাড়ি এলাকায় নতুন প্রাথমিক বিদ্যালয় স্থাপন করলেন বিজিবি খাগড়াছড়িতে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে গ্রেফতার ২ বান্দরবানে শতাধিক শিক্ষার্থীরা পেলেন এপেক্স ক্লাব’র শিক্ষা উপকরণ লামায় ত্রিপুরা কল্যাণ সংসদ’র নতুন সভাপতি মহেন্দ্র, সম্পাদক প্রণয় ও সাংগঠনিক দুর্জয় ত্রিপুরা আলীকদমে পারিবারিক কলহে বিষপান করে আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি ৩ জন লামায় বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে আরো ৫ জেলে পেলেন ২০টি উন্নত জাতের ছাগল লামায় এপেক্স ক্লাবের শিক্ষা সামগ্রী পেল শিক্ষার্থীরা লামায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালন আলীকদমে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে দুই জনকে জরিমানা বান্দরবানে ২১ কিলোমিটার হিল ম্যারাথন অনুষ্ঠিত লোহাগাড়া প্রাথমিক শিক্ষক সমিতি ও সাউন্ড হেলথ হাসপাতালের মধ্যে সমঝোতা চুক্তি বান্দরবানের বিভিন্ন প্রতিষ্ঠানে খাদ্যশষ্য প্রদান করলেন আঞ্চলিক পরিষদ সদস্য কেএস মং রাঙ্গামাটিতে তরুণী ধর্ষণ মামলায় এক যুবক আটক

লামায় পুকুরে হাঁস যাওয়ায় প্রবাসীর স্ত্রীর উপর প্রতিপক্ষের হামলা !

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ৪২২ বার পড়া হয়েছে

লামা প্রতিনিধি|
প্রতিবেশীর পুকুরে হাঁস যাওয়ায় বান্দরবান জেলার লামা পৌরসভা এলাকায় এক প্রবাসীর স্ত্রীর উপর সংঘবদ্ধ হামলা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পৌরসভা এলাকার লাইনঝিরি এলাকায় ঘটনাটি ঘটে। প্রতিপক্ষের হামলার শিকার প্রবাসীর স্ত্রী নাজমা আক্তার (৩২) গুরুতর আহত হয়ে বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ঘটনায় ভুক্তভোগী নাজমা আক্তার বাদী হয়ে প্রতিপক্ষ মো. হাসেমের স্ত্রী আনার কলি পাখি (৫৫) ও ছেলে মো. সেলিম (৩০) ও পুত্রবধূ আলেয়া বেগমের (২৬) বিরুদ্ধে লামা থানায় লিখিত অভিযোগ করেছেন।
মঙ্গলবার দুপুরে প্রাপ্ত অভিযোগে জানা যায়, প্রবাসীর স্ত্রীর পালিত হাঁসগুলো বাড়ির গেট খোলা পেয়ে গত ৮ মার্চ বিকেল ৪টার দিকে পাশের হাসেম নামের এক ব্যক্তির পুকুরে যায়। এতে অভিযুক্ত পুকুর মালিক পক্ষ ক্ষিপ্ত হয়ে প্রবাসীর স্ত্রী নাজমা আক্তারের বাড়ীর উঠানে গিয়ে গালমন্দ করতে থাকেন। এক পর্যায়ে নাজমা আক্তারকে ঘর থেকে টেনে হিছড়ে বের করে মারধর ও কাপড় ছোপড় ছিড়ে শ্লীলতাহানি করেন। শুধু তাই নয়, এ সময় অভিযুক্ত মো. সেলিম হত্যার উদ্দেশ্যে তার হাতে থাকা লোহার রড় দিয়ে নাজমা আক্তারের মাথায় আঘাত করে। এতে নাজমা আক্তার অজ্ঞান হয়ে পড়লে অভিযুক্তরা ঘরে ঢুকে নগদ ১ লাখ টাকা ও তিন ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। অভিযুক্ত সেলিম ও তার বাবা হাসেম তুচ্ছ বিষয় নিয়ে অন্য প্রতিবেশীদের উপরও একের পর এক হামলা করেছে বলে জানান স্থানীয়রা। তারা আরো বলেন, অভিযুক্তরা খুই উৎশৃঙ্খল প্রকৃতির লোক। তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মো. সেলিম বলেন, নাজমা আক্তার আমার আত্মীয় ও বড় বোন। আমাদের মধ্যে ভুলবুঝাঝি হয়েছে। পারিবারিকভাবে বসে আমরা ঘটনাটি সমাধা করে ফেলব।
এ বিষয়ে স্থানীয় পৌরসভার কাউন্সিলর মো. ইউছুপ আলী জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এভাবে একজন প্রবাসীর স্ত্রীর উপর হামলা অত্যন্ত দু:খ জনক।
এদিকে লামা থানা পুলিশের উপ-পরিদর্শক মো. শাহ জাহান বলেন, পুকুরে হাঁস যাওয়াকে কেন্দ্র করে প্রবাাসীর স্ত্রীকে মারধরের বিষয়ে ভুক্তভোগী নাজমা আক্তার লিখিত অভিযোগের তদন্ত করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট