লামা প্রতিনিধি |
ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বান্দরবান জেলার লামা উপজেলায় ১ হাজার ১৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার প্রদান করা হয়েছে। ২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় এ বীজ ও রাসায়নিক সার প্রদান করে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় । প্রণোদনার মধ্যে ৭৩০জনকে দেওয়া হয় রবিশস্য হিসেবে সরিষা, সূর্য়মুখী, চীনাবাদাম, ফেলন ও অড়হড়, ১৮০জনকে উফসী বোরো ধান বীজ ও ২৫০জনকে হাইব্রিড বোরো ধান বীজ।
সোমবার দুপুরে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে এসব বিতরণ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. আশরাফুজ্জামান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোছাম্মৎ শাকিল আক্তার ও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা অভিজিৎ বড়ুয়া প্রমুূখ উপস্থিত ছিলেন।
সরকারের এ উদ্যোগ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের রবি মৌসুমে লাভজনক ফসল চাষে উৎসাহিত করবে, উৎপাদন বাড়াবে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত