লামা প্রতিনিধি |
বান্দরবান জেলার লামা উপজেলায় প্রাকৃতিক দূর্যোগে আগাম প্রস্তুতিমূলক কার্যক্রম পরিকল্পনা বৈধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ইউরোপিয় ইউনিয়নের অর্থায়নে ও সেভ দ্যা চিলড্রেন’র সার্বিক সহযোগিতায় আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটস এ সভার আয়োজন করে। ‘এনটিসিপেটরি একশন ফর ল্যান্ডসলাইড কজিং ডিসপ্লেসমেন্ট ফর কমিউনিটি ইন চট্টগ্রাম এন্ড বান্দরবান ডিস্ট্রিক্ট ইন বাংলাদেশ’ প্রকল্পের উদ্যোগে সোমবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন, সহকারি কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ।
এতে মৎস্য কর্মকর্তা আব্দুল্লা-হিল-মারুফ, সহকারি তথ্য কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল হক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ বিশ্বাস, সমবায় কর্মকর্তা জাবেদ মীরজাদা ও থানা পুলিশের উপ-পরিদর্শক সঞ্জয় অতিথি ছিলেন।
সভায় চেয়ারম্যান, সচিব, হেডম্যান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্য, রেডক্রিসেন্ট সদস্য, পাড়া কারবারী, সাংবাদিক সহ গন্যমান্য ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করেন। প্রকল্প কর্মকর্তা উক্যহাই মার্মা প্রকল্পের কর্ম পরিকল্পনা তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন- প্রকল্প মনিটরিং ও রিপোর্টিং কর্মকর্তা বোধি প্রিয় তংচংগ্যা, ফিল্ড ফ্যাসিলেটেটর সাইন থোয়াই মার্মা ও ফারজানা ইয়াসমিন।