মো. নুরুল করিম আরমান |
প্রান্তিক কৃষক ও বেকার নারীদের উন্নয়নে নানা উদ্যোগ গ্রহণ করেছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ। এর অংশ হিসেবে জেলার লামা উপজেলায় বিনামূল্যে ফলদ-বনজ গাছের চারা, গবাদি পশু ও সেলাই মেশিন প্রদান করা হয়েছে। শুধু তায় নয়, গর্ভবতী-প্রসূতি নারী ও নবজাতক শিশুদের স্বাস্থ্য সুরক্ষায়ও প্রদান করা হয় আর্থিক অনুদান। প্রতিজন কৃষককে ৩৫৫টি হারে ১৬০জনকে দেয়া হয় বনজ-ফলদ ও কপি গাছের চারা, প্রতিজনকে ১টি করে ৩১ জনকে শুকর, ২৮জনকে ছাগল, ৭ জনকে গরু, ১৭ জন বেকার নারীকে সেলাই মেশিন, ৪০ জন গর্ভবতী ও প্রসূতি নারীকে আর্থিক অনুদান।
শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ও উপজেলা পরিষদ মিলনায়তনে পৃথকভাবে এসব বিতরণ উদ্ভোধন করেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান থানজামা লুসাই। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন, জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম রিমন, এড. আবুল কালাম ও লালজার বম, জেলা পরিষদের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী লেলিন চাকমা, বান্দরবান বালাঘাটা হর্টিকালচারের উপ-পরিচালক লিটন দেব নাথ, পৌরসভার সাবেক মেয়র মো. আমির হোসেন ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির কাজী মোহাম্মদ ইব্রাহিম উপস্থিত ছিলেন।
এর আগে আলীকদম উপজেলায়ও একইভাবে ফলদ ও বনজ গাছের চারা, গবাদি পশু, সেলাই মেশিনসহ গর্ভবতী ও প্রসূতি নারীসহ নবজাতক শিশুদের স্বাস্থ্য সূরক্ষার লক্ষ্যে আর্থিক অনুদান প্রদান করা হয় বলে জানান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সাইফুল ইসলাম রিমন। তিনি বলেন, পর্যায়ক্রমে জেলা অন্য সব উপজেলায়ও এসব বিতরণ করা হবে। বিতরণকৃত এসব গাছের চারা, গবাদি পশু, সেলাই মেশিনসহ আর্থিক অনুদান প্রান্তিক কৃষক ও বেকার নারীদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।