1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
সর্বশেষ:
রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ লামায় নির্বাচনী আচরণ বিধি অবহিতকরণ লামায় চিল্ড্রেন হ্যাভেন ট্রাস্ট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলের ৭ মালিককে জরিমানা এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেল লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র ৪ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থী লামায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাইংপা মুরুং পুলিশের হাতে বন্দুক সহ গ্রেফতার বান্দরবানের রোয়াংছড়ি থানার তারাছা পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার আলীকদমে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ফাঁসিয়াখালীতে অতি দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ ফাইতংয়ে মুক্তিযোদ্ধা মরহুম শামসুল আলম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লামায় ফাইতং সড়কের বেহাল অবস্থা, মেরামতের দাবিতে আন্দোলন লামায় একটি চক্র সুবিধা না পেয়ে পরিকল্পিত অপপ্রচার ইউএনও’র বিরুদ্ধে লামায় ‘ফেস্টিভ ইলেকশন ক্যাম্পেইন’ অনুষ্ঠিত

লামায় ফাইতং সড়কের বেহাল অবস্থা, মেরামতের দাবিতে আন্দোলন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

মো. নুরুল করিম আরমান। 

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। চলাচলের অনুপযোগী হয়ে পড়া এই সড়ক সংস্কারের দাবিতে আন্দোলনে নেমেছেন স্থানীয় জনগণ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বান্দরবান জেলার সদস্য সচিব মোহাম্মদ এরফানুল হকের নেতৃত্বে এবং ফাইতং ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহণে সড়ক মেরামতের দাবিতে বুধবার (৭ জানুয়ারি) দুপুর ১২টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত ফাইতং উচ্চ বিদ্যালয়ের পূর্ব পাশে সড়কের মাঝপথে অবস্থান কর্মসূচি পালন করা হয়।
এসময় সড়কের দুই পাশে শত শত মানুষ ও যানবাহন আটকে পড়ে। তবে আন্দোলন চলাকালে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য ফাইতং পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাবেদ মাহমুদের নেতৃত্বে পুলিশ টিম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

এনসিপির জেলা সদস্য সচিব মোহাম্মদ এরফানুল হক বলেন, “অতিরিক্ত ভারী ইটবাহী যান চলাচলের কারণে রাস্তাটি ভেঙে গেছে। অথচ মাত্র দুই বছর আগে এই কয়েক কিলোমিটার সড়কের সংস্কার কাজ সম্পন্ন হয়েছিল, যেখানে কোটি টাকারও বেশি ব্যয় ধরা হয়েছিল। এলজিইডির অধীনে ছোট-বড় বহু সড়কের জন্য বিপুল বরাদ্দ থাকলেও বাস্তবে মানসম্মত কাজ হচ্ছে না।”
তিনি আরও বলেন, “সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে রাস্তা মেরামতের সুনির্দিষ্ট ঘোষণা আসার আগ পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
জনসাধারণ প্রতিবাদ জানিয়ে বলেন, “যদি একটি সড়ক পরিকল্পিতভাবে ও মানসম্মত উপকরণ ব্যবহার করে নির্মাণ করা হয়, তাহলে তা ৫ থেকে ১০ বছর টেকসই থাকে। কিন্তু ঠিকাদারদের তদারকির অভাব ও নিম্নমানের কাজের কারণে অল্পদিনেই সড়ক বেহাল হয়ে পড়ছে। এতে জনগণের অর্থের অপচয় হচ্ছে, যা বন্ধ করা জরুরি।”
সরেজমিনে দেখা যায়, বানিয়ারছড়া থেকে ফাইতং উচ্চ বিদ্যালয় পর্যন্ত সড়কের কিছু অংশ ভালো থাকলেও বিদ্যালয় থেকে ফাইতং বাজার পর্যন্ত অংশটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। এই গুরুত্বপূর্ণ সড়ক দ্রুত সংস্কার করা না হলে এলাকার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হবে।
এ বিষয়ে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন বলেন, “ফাইতং সড়কটির সংস্কার প্রয়োজন। এ বিষয়ে স্মারকলিপি প্রদান করা হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, বানিয়ারছড়া থেকে ফাইতং বাজার পর্যন্ত সড়কের সংস্কার কাজ দুই বছর আগে সম্পন্ন করা হয়েছিল।”
প্রতিবাদে অংশ নিয়ে এনসিপির চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়কারী ও বান্দরবান জেলার সদস্য সচিব মোহাম্মদ এরফানুল হক বলেন, “আজকের মধ্যে সংস্কারের ঘোষণা না আসলে আগামীকাল সকাল ১০টা থেকে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হবে।”

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট