
নিজস্ব প্রতিবেদক।
বান্দরবান জেলার লামা উপজেলায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ‘ফেস্টিভ ইলেকশন ক্যাম্পেইন ২০২৫-২৬ অনুষ্ঠিত হয়েছে। এলইডি ক্যারাভান/ভোটের গাড়ি পরিকল্পনা অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক এর সঞ্চালনায় ভোটের গাড়ির মাধ্যমে লামা উপজেলায় প্রচারণা কার্যক্রম এর শুভ উদ্বোধন ঘোষণা করেন, উপজেলার নির্বাহী অফিসার ও সহকারী রিটার্ন কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন। এতে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান কামাল ও সূচনা বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার আব্দুল হামিদ।
এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতৃত্ববৃন্দ ও সিনিয়র এডভোকেটসহ লামার মিডিয়াকর্মীবৃন্দ এবং বিভিন্ন স্থরের জনসাধারণ।