নিজস্ব প্রতিবেদক |
পার্বত্য চট্টগ্রামে ‘বনাঞ্চলের প্রতিবেশ পুনরুদ্ধার কর্মসূচি সম্প্রসারণ’ প্রকল্পের কার্যক্রম ও পরিকল্পনা বিষয়ক অবহিতকরণ সভা বুধবার দুপুরে বান্দরবান জেলার লামা উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। প্রকল্পের পার্টনার লিড সিনুমং মার্মার সভাপতিত্বে অবহিতকরণে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন। এতে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাকিলা আক্তার, বনবিট কর্মকর্তা এটিএম আলতাফ হোসেন, আরইডিএএ এসএফএলআর’র প্রকল্প ব্যবস্থাপক মো. কামরুল ইসলাম, তহ্জিংডং এর ফোকাল পার্সন তন্ময় চাকমা ও সমাজ সেবা অধিদপ্তরের প্রতিনিধি উচসিং মার্মা বিশেষ অতিথি ছিলেন।
সভায় প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর মেওয়াইচিং মার্মা ও মামুইচিং মার্মা সহ উপকারভোগী, মৌজা হেডম্যান, কারবারী ও সাংবাদিক প্রমুখ অংশ গ্রহণ করেন। ইউকে ইন্টান্যাশনাল ডেভেলপমেন্ট’র অর্থায়নে আইআইইডি কর্তৃক পরিচালিত আরইডিএএ’র কর্মসূচির আওতায় স্থানীয় বেসরকারী সংস্থা আরণ্যক ফাউন্ডেশন, তহজিংডং ও বিএনকেএস প্রকল্পটি বাস্তবায়ন করছে বলে জানান, প্রকল্প ব্যবস্থাপক কামরুল ইসলাম। তিনি বলেন, বান্দরবান জেলা সদর, রোয়াংছড়ি, লামা, আলীকদম ও থানচি উপজেলার কুমুক্ষ্যং, রোয়াংছড়ি, লাপাইক্ষ্যং, গজালিয়া, ইয়াংছা, তৈনফা, থাইক্ষ্যং ও সেকদু মৌজায় প্রথম বছর বনাঞ্চলের প্রতিবেশ পুনরুদ্ধারে কাজ করা হবে। এতে উপকারভোগী থাকছে পাহাড়ের ৭৫০ জুমিয়া পরিবার।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত