লামা প্রতিনিধি।
বান্দরবান জেলার লামা উপজেলা থেকে দেশিয় তৈরি বন্দুক সহ জুয়েল ত্রিপুরা (২৮) নামের এক ক্ষুদ্র নৃগোষ্ঠী যুবককে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার বিকেলে উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি নাইক্ষ্যংমুখ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক জুয়েল ত্রিপুরা উপজেলার গজালিয়া ইউনিয়নের লুলাইং এলাকার বাসিন্দা অনজাহা ত্রিপুরার ছেলে বলে জানা গেছে।
সূত্র জানায়, জুয়েল ত্রিপুরা সহ আরও দুই জন সংঘবদ্ধ হয়ে বন্দুকের ভয় দেখিয়ে উপজেলার নাই ক্ষংমুখ এলাকার স্থানীয়দের কাছ থেকে চাঁদা আদায় করছিল। এ সময় সেনাবাহিনীর একটি টহল দল হাতেনাতে জুয়েল ত্রিপুরা কে আটক করে পুলিশকে সোপর্দ করেন। এর আগে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অন্য দুই জন পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. শামীম শেখ বলেন, এ ঘটনায় আটকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।