প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৬, ১০:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৫, ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ
মো. নুরুল করিম আরমান।
বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়নের উপকারভোগী ৭৫ জনের মাঝে ৭৪ লক্ষ ৯০ হাজার ৩৫১টাকার চেক বিতরণ করেছে লামা বন বিভাগ। বৃহস্পতিবার সকালে (১৫ জানুয়ারী) চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক ড. মোল্যা রেজাউল করিম এ চেক বিতরণ উদ্ভোধন করেন।
হাতি দ্বারা ক্ষতিগ্রস্ত ২১জনকে ৬ লক্ষ ১৫ হাজার টাকা ও ৫৪ জন সামাজিক বনায়নের উপকারভোগীর মাঝে ৬৮ লক্ষ ৭৫ হাজার ৩৫১ টাকার চেক বিতরণ করা হয়। লামা বিভাগীয় বন কর্মকর্তা মো. মোস্তাফিজু রহমানের সভাপতিত্বে বিভাগীয় বন কর্মকর্তার গেস্ট হাউজ মিলনায়তনে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ, সহকারী বন সংরক্ষক মাসুদ আলম, লামা সদর রেঞ্জ কর্মকর্তা কে এম কবির উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলৈন।
এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, সামাজিক বনায়নের অংশীদার, বন্যহাতি দ্বারা ক্ষতিগ্রস্ত লোকজন ও বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।
সভায় প্রধান অতিথি ড. মোল্যা রেজাউল করিম বন্যহাতি সংরক্ষণ ও মানুষ হাতির সহবস্থান নিয়ে বিষদ আলোচনায় বলেন, হাতিকে আঘাত না করলে, হাতি কখনো মানুষকে আঘাত করেনা।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত