লামা প্রতিনিধি |
বান্দরবান জেলার লামা উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন বেসরকারী সংস্থা অনন্য কল্যাণ সংগঠন। মানুষের জন্য ফাইন্ডেশন ও বিভিন্ন পর্যায়ের শুভাকাঙ্কীর সহযোগিতায় মঙ্গলবার বিকেলে সংগঠনের নির্বাহী পরিচালক ডনাইপ্রু নেলী লামা পৌরসভা এলাকার ছোট নুনারবিল পাড়ায় এ ত্রাণ বিতরণ উদ্ভোধন করেন। দেওয়া হয় চাল, ডাল ও লবন। এ সময় ছেট নুনারবিল পাড়া কারবারী মংয়েনু মার্মা ও মানবাধিকার কর্মী যুবনেতা থুইনুমং মার্মা প্রমুখ উপস্থিত ছিলেন। শেষে শিশুদের হাতে কেক ও চকলেট তুলে দেন ডনাইপ্রু নেলী। ত্রাণ বিতরণের সত্যতা নিশ্চিত করে অনন্য সংগঠনের নির্বাহী পরিচালক ডনাইপ্রু নেলী বলেন, ত্রাণ প্রতি বছর বন্যায় লামা পৌরসভা এলাকার ছোটনুনারবিল পাড়াসহ বিভিন্ন স্থানে ঘরবাড়ি পানিতে প্লাবিত হয়ে ব্যাপক ক্ষতি হয়ে থাকে। এ ধারাবাহিকতায় গত কয়েকদিন আগে প্রবল বর্ষণে ছোট নুনারবিল পাড়া বন্যার পানিতে প্লাবিত হয়। তাই সংগঠনের পক্ষ থেকে ও ত্রাণ বিতরণের উদ্যোগ নেওয়া হয়।