লামা প্রতিনিধি |
সম্প্রতি ঘটে যাওয়া স্মরণকালের ভয়াবহ বন্যায় বান্দরবান জেলার লামা উপজেলায় ক্ষতিগ্রস্বদের মাঝে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশেসিং এমপি। সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্থ ৩ হাজার পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এর মধ্যে পৌরসভা এলাকার ৯টি ওয়ার্ডের ক্ষতিগ্রস্থ ২৮শ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল ও ২শ পরিবারকে ৫ হাজার টাকা করে প্রদান করা হয়। একইসাথে দেওয়া হয় উপজেলার সাতটি ইউনিয়নে ক্ষতিগ্রস্থ ৩ হাজার ৫০০শ পরিবারকে ১০ কেজি করে চাল। পৌরসভা মেয়র মো, জহিরুল ইসলামের সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল, নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সার, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাশ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ প্রমুখ। এ সময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য শেখ মাহাবুবুর রহমান ও ফাতেমা পারলসহ সকল ইউপি চেয়ারম্যান ও পৌরসভার কাউন্সিলারবৃন্দ উপস্থিত ছিলেন। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বন্যা দুর্গদের পুনর্বাসনের ক্ষেত্রে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা, সমাজের ধনাঢ্য ও দানশীল ব্যক্তিগণকে এগিয়ে আসার অনুরোধ করেন মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত