মো. নুরুল করিম আরমান |
গত আগস্ট মাসে বান্দরবান জেলার লামা উপজেলায় টানা বর্ষণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে প্লাবিত ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত আরও ২ হাজার ৯৫২ জন পাচ্ছেন নগদ অর্থ সহায়তা। বিশ^ খাদ্য সংস্থার (ডাব্লিউ এফ পি) অর্থায়নে ডাব্ল্উিএফপি ইমারজেন্সি প্রকল্প-২ পেস এর আওতায় উপজেলার গজালিয়া, লামা সদর ও ফাঁসিয়াখালী ইউনিয়ন সহ পৌরসভা এলাকার ক্ষতিগ্রস্তদের এ অর্থ সহায়তা প্রদান করা হবে। এ উপলক্ষে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা এনজেড একতা মহিলা সমিতির উদ্যোগে সোমবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে এক অবহিতকরণ সভায় অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সারের সভাপতিত্বে সভায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল ও শেখ মাহবুবুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন ও মিল্কি রানী দাশ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, লামা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিন্টু কুমার সেন, প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বডুয়া সহ সরকারি বেসরকারি কর্মকর্তা ও পৌরসভার কাউন্সিলরগন উপস্থিত ছিলেন। এর আগেও দুই ধাপে এ প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে ৩ হাজার ৪৮ জন ক্ষতিগ্রস্তকে নগদ ও বিকাশের মাধ্যমে ৫ হাজার ৫০০ টাকা হারে সহায়তা করা হয়েছে বলে জানান, এনজেড একতা মহিলা সমিতির নির্বাহী পরিচালক আনোয়ারা বেগম। তিনি বলেন, অক্টোবর মাসের মধ্যে প্রকল্পের উপকারভোগীদের তালিকা প্রস্তুত সম্পন্ন করা হবে। প্রকৃত ক্ষতিগ্রস্তদেরকেই তালিকায় স্থান পাবেন।