লামা প্রতিনিধি |
বান্দরবান জেলার লামা উপজেলায় বহিরাগত জবর দখলকারীর হাত থেকে নিজ বসতভিটা সহ ভোগ দখলীয় জমি রক্ষায় সংবাদ সম্মেলন করেছেন, আবদুল গফুর নামের এক অসহায় ভুক্তভোগী পরিবার। হাজি দেলোয়ার হোসেন ও চুইসিং মার্মা নামের দুই ব্যক্তির বিরুদ্ধে শুক্রবার দুপুরে লামা প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করা হয়। এতে অন্য ভুক্তভোগীর মধ্যে আব্দুল আজিজ ও আবদুল অদুদ সহ গ্রামবাসীগণ উপস্থিত ছিলেন। ভুক্তভোগী উপজেলার সরই ইউনিয়নের কম্পোনিয়া গ্রামের বাসিন্দা মৃত সুলতান আহমদের ছেলে।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আব্দুল গফুর জানায়, ছেলে মেয়ে স্ত্রী ও আব্দুল গফুরের নামে ক্রয়সূত্রে উপজেলার ৩০৩ নং ডলুছড়ি মৌজায় বিভিন্ন হোল্ডিং মূলে দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর ১৫ একর জমি আছে। এ জমি ক্রয়ের পর তথায় বিভিন্ন ফলদ বনজ গাছের বাগান ও বসতঘর নির্মাণ করে আব্দুল গফুর ও তার পরিবারের অন্য সদস্যরা দীর্ঘ ৪০ বছর ধরে ভোগ করে আসছেন। দেলোয়ার হোসেন ও চুইসিং মার্মা নামের দুই ব্যক্তি পরিকল্পিতভাবে ২০১৪ সালে এসে ওই জমি দাবী করে একের পর এক মামলা হামলা শুরু করেন। হাজি দেলোয়ার হোাসেন ২০১৪ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত আব্দুল গফুরদের বিরুদ্ধে তিনটি মামলা করেন। এক পর্যায়ে গত ৪ ফেব্রুয়ারী চিরস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে বান্দরবান সিনিয়র সহকারী জজ আদালতে অপর মামলা (নং ১৭) দাখিল করেন আব্দুল গফুর। এ প্রেক্ষিতে হাজী দেলোয়ার হোসেন ১৬ ফেব্রুয়ারী নোটিশ প্রাপ্তির পর ক্ষিপ্ত হয়ে আবদুল গফুর সহ ৫ জনকে আসামী করে লামা থানায় আরও একটি মামলা করেন। সংবাদ সম্মেলনে বসতবাড়ি সহ জমি জবর দখল চেষ্টা ও হয়রানির হাত থেকে রক্ষা পেতে প্রশাসনের সহায়তা কামনা করেন, আব্দুল গফুর পরিবারের সদস্যরা।