মো. নুরুল করিম আরমান |
সারা দেশের মত বান্দরবান জেলার লামা উপজেলায়ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন ও তিন বারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্ম দিন পালন করা হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে পৃথক এ জন্ম দিন পালন করা হয়। এ উপলক্ষ্যে জেলা পরিষদ গেস্ট হাউস মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বান্দরবান জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী।
জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবু তাহের মিয়া’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা বিএনপি নেতা আবু তাহের, এ্যডভোকেট মামুন মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. জাকির হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক দেলোয়ার হোসেন রফিক ও সদস্য সচিব সিরাজুল ইসলাম, উপজেলা কৃষক দলের আহবায়ক মো. ইব্রাহিম ও সদস্য সচিব মো. আমির হোসেন, বান্দরবান জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক বাবু মং মার্মা, উপজলা ছাত্রদলের আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক মো. চান মিয়া প্রমুখ বিশেষ অতিথি ছিলেন। এ আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, চেয়ারম্যান পাড়া জামে মসজিদের মুয়াজ্জিন মো. নুর উদ্দিন।
অপরদিকে বান্দরবান জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মো. সাইফুদ্দিনের সভাপতিত্বে পৃথক অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বান্দরবান জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য আবদুর রব। এতে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা বিএনপি নেতা জাহাঙ্গীর আলম খান, মো. শাহীন, মো. আইয়ুব আলী, শারাবান তহুরা, এডভোকেট মোহাম্মদ ইব্রাহিম, মো. ইউছুপ কাউন্সিলর, যুবদল নেতা মো. শফিক ও শাহরাজ প্রমুখ। এ সভা শেষেও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া পরিচালনা করেন বিএনপি নেতা শামছুদ্দোহা।
১৯৪৫ সালের এই দিনে বেগম খালেদা জিয়া ফেনী জেলায় জন্মগ্রহণ করেন। তিনবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী ছিলেন।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত