লামা প্রতিনিধি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ( বিএনপি) কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে বান্দরবান জেলার লামা উপজেলায় নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন"২৫ শুরু হয়েছে। শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিএনপি'র বান্দরবান জেলা শাখার আহবায়ক কমিটির সদস্য সচিব জাবেদ রেজা।
এতে বিএনপির বান্দরবান জেলা শাখার আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক জসিম উদ্দিন তুষার, আবিদুর রহমান, রিটল বিশ্বাস, সদস্য শাহাদাত হোসেন জনি, চনুমং মার্মা, মাওসেতুং তংচংগ্যা, এডভোকেট আলমগীর চৌধুরী, আব্দুর রব, মো. সাইফুদ্দিন, মাশুক আহমেদ ও বিএনপি নেতা মো. আইয়ুব আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিভিন্ন শ্লোগানে পৃথক পৃথক মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে অংশ গ্রহণ করেন উপজেলা ও পৌর শহর বিএনপির মুলদল, যুবদল, ছাত্রদল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের শতশত নেতা কর্মী।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত