লামা প্রতিনিধি|
বান্দরবানের লামা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার ৭টি পাড়ার ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ও বাঙ্গালী পরিবারের মাঝে বিনামূল্যে গবাদিপশু প্রদান করেছে বেসরকারী সংস্থা কারিতাস বাংলাদেশের এগ্রো ইকোলজি প্রকল্প-২। দরিদ্র মানুষের আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন ও পুষ্টি চাহিদা পূরণের লক্ষে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বড় পুইট্টা বাগানপাড়া, বড়পাড়া, মোক্তারাম পাড়া ও ত্রিশডেবা পাড়া এবং রুপসীপাড়া ইউনিয়নের টিয়ারঝিরি, গাজী পাড়া ও শীলেরতুয়া পাড়ায় এসব গবাদিপশু প্রদান করা হয়। গবাদিপশু প্রদান বাস্তবায়ন করেন হিউম্যানটেরিয়ান ফাউন্ডেশন। গত বুধবার দিনব্যাপী ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় এক প্রদান অনুষ্ঠানে এগ্রো ইকোলজি প্রকল্পের মাঠ কর্মকর্তা মো. মামুন সিকদার ও হিউম্যানটেরিয়ান ফাউন্ডেশনের উপজেলা কো-অর্ডিনেটর বীর সিংহ চাকমা সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন। প্রদানকৃত গবাদিপশুর মধ্যে রয়েছে ২৩টি ছাগল ও ৭টি শুকর। এদিকে একই প্রকল্পের আওতায় বৃহস্পতিবার দিনব্যাপী উপকারভোগী পরিবারের ১১০টি গরুকে এফএমডি ও ৯০টি ছাগলকে পিপিআর টিকা বিনামূল্যে প্রদান করা হয়। গবাদি পশু প্রদানের সত্যতা নিশ্চিত করে হিউম্যানটেরিয়ান ফাউন্ডেশনের উপজেলা কো-অর্ডিনেটর বীর সিংহ চাকমা বলেন, দরিদ্র মানুষের আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন ও পুষ্টি চাহিদা পূরণের লক্ষে এ গবাদি পশু বিতরণের উদ্যোগ নেয় সংস্থাটি। এর আগে পাড়া ভিত্তিক উপকারভোগী এসব সদস্যদেরকে গবাদিপশু পালনের উপর প্রশিক্ষণও প্রদান করা হয়।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত