| মংছিংপ্রু মার্মা |
বান্দরবানের লামা উপজেলায় ২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমে বোরো ধান (হাইব্রীড) বীজ বিতরণ করেছে কৃষি অধিদপ্তর। মঙ্গলবার (০৩ ডিসেম্বর’২৪) দুপুরে পরিবেশের জন্য ক্ষতিকর তামাক চাষের বিকল্প ফসল আবাদের জন্য ১ হাজার ১৫০ জন কৃষকের মাঝে এ বীজ বিতরণ করা হয়। প্রতি কৃষককে দেওয়া হয় ২ কেজি হারে বোরো বীজ। উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে অনুষ্ঠিত এ বীজ বিতরণ উদ্ভোধন করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবণী আক্তার তারনা। এ সময় কৃষি কর্মকর্তা মো. আশ্রাফুজ্জামান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা অভিজিত বড়ুয়া, উপ সহকারী কৃষি কর্মকর্তা গৌপন চৌধুরী সহ প্রমুখ উপস্থিত ছিলেন।