লামা প্রতিনিধি |
বান্দরবান জেলার লামা উপজেলায় বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখিকে টিকা ও চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বেসরকারি সংস্থা কারিতাস বাংলাদেশ’র চট্টগ্রাম অঞ্চলের পিএইপি-৩ প্রকল্পের উদ্যোগে শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকার উথোয়াই বাঙ্গালি পাড়া, চাইঅংগ্য মার্মা পাড়া ও উত্তর মুসলিম পাড়ায় এ সেবা প্রদান করা হয়।
এতে ৬৪জন উপকারভোগীর ৯৪টি গরু, ৯৪টি ছাগল ও ৪৯২টি হাঁস-মুরগি টিকা পায়। এছাড়া দেওয়া হয় ৭০টি কৃমিনাশক ট্যাবলেট ও ৮ জনের পশুপাখিকে চিকিৎসা সেবা। উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) উসুই থোয়াই মার্মা এ সেবায় সার্বিক সহযোগিতা করেন। এ সময় প্রকল্পের মাঠ কর্মকর্তা জেভার্স ত্রিপুরা ও মাঠ সহায়কগন উপস্থিত ছিলেন।
এ বিষয়ে প্রকল্পের মাঠ কর্মকর্তা জেভার্স ত্রিপুরা বলেন, প্রকল্পের অক্টোবর ২০২৫ হতে সেপ্টেম্বর ২০২৭ বছর পর্যন্ত লামা সদর ইউনিয়নে ৫টি পাড়া, রূপসীপাড়া ইউনিয়নে ১৩টি পাড়া ও ফাঁসিয়াখালি ইউনিয়নে ৮টি পাড়াসহ মোট ২৬টি পাড়ায় মোট ৫২ টি টিকাদান কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত