লামা প্রতিনিধি |
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে ছাত্র জনতার তোপের মুখে পড়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করেছেন। এই খুশিতে বান্দরবান জেলার লামা উপজেলায় আপামর জনতাকে সঙ্গে নিয়ে সোমবার দুপুর থেকে বিকাল পর্যন্ত পৃথক আনন্দ মিছিল করেছে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, জামায়াত ইসলামী বাংলাদেশ ও সাধারণ ছাত্ররাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। উপজেলা শহর এলাকা আনন্দ মিছিলে প্রকম্পিত হয়। এতে হাজার হাজার মানুষ অংশ গ্রহণ করেন।
শহরের বিভিন্ন প্রান্ত থেকে জনতার মিছিল গিয়ে সমবেত হয় উপজেলা পরিষদের শহীদ মিনার চত্বরে। সেখানে আনন্দ শ্লোগানের সঙ্গে পতাকা উড়িয়ে উল্লাস করেন তারা। পরে আনন্দ মিছিল আবারো শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। এ সময় মিছিলকারীরা শেখ হাসিনা বিরোধী বিভিন্ন শ্লোগান দেন।
উপজেলা বিএনপি নেতা মো. আমির হোসেন, থোয়াইনু অং চৌধুরী, আবদুর রব, দেলোয়ার হোসেন রফিক, আবদুল্লাহ আল মামুন, বাবু মং মার্মা, এডভোকেট জাহাঙ্গীর আলম খান, এডভোটেক মোহাম্মদ ইব্রাহীম, এডভোকেট মিজানুর রহমান ও আরিফ চৌধুরী, স্বেচ্ছাসেবক দল নেতা জাকির হোসেন, জামায়াত নেতা মো. ফারুক, মহিলা দলের নেত্রী জোসনা বেগম, শারাবান তহুরা, মিনারা বেগম প্রমুখ মিছিলের নেতৃত্ব দেন।
অপর দিকে সাধারণ ছাত্ররাও পৃথক আনন্দ মিছিল শেষে সন্ধ্যায় শহীদ মিনার চত্বরে মোমবাতি জ¦ালিয়ে এক মিনিট নিরবতা পালন করেন।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত